বিশিষ্ট কথাসাহিত্যিক, মুক্তিযুদ্ধের সংঘঠক ও সাংবাদিক আকাদ্দস সিরাজুল ইসলামের ২৫তম মৃত্যুবার্ষিকী আজ (২ আগস্ট) । এ উপলক্ষে তাঁর গ্রামের বাড়ি বিয়ানীবাজার উপজেলার মাথিউরা গ্রামে (জাফর মঞ্জিল) কবর জিয়ারত, কোরআনখানি ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
ষাটের দশকের খ্যাতিমান কথাসাহিত্যিক আকাদ্দস সিরাজুল ইসলাম ১৯২২ সালের ২২ নভেম্বর সিলেটের বিয়ানীবাজার উপজেলার মাথিউরা গ্রামে জন্মগ্রহণ করেন। ২০০০ সালের ২ আগস্ট ভোরে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে নিজ বাড়িতে ইন্তেকাল করেন।
সাহিত্য ও সাংবাদিকতায় অবদান রাখা এই লেখকের জীবদ্দশায় প্রকাশিত উল্লেখযোগ্য গ্রন্থগুলোর মধ্যে রয়েছে- নয়া দুনিয়া, নীরব নদী, পঞ্চবিংশতি, মাটির চেরাগ, সাবুর দুনিয়া, বন্দী জীবনের কিছু কথা, কারাগার থেকে বেরিয়ে, চালচিত্র এবং রাক্ষুসে বন্যা।
মুক্তিযুদ্ধ চলাকালে তিনি আসামের করিমগঞ্জ থেকে প্রকাশিত সাপ্তাহিক মুক্তবাংলা-এর ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।
মৃত্যুর পর তাঁর সমগ্র রচনা দুটি খণ্ডে প্রকাশিত হয় এবং তাঁর জীবনের কর্মকে ঘিরে একটি স্মারক গ্রন্থও প্রকাশিত হয়েছে।
নাগরী লিপি গবেষক মোস্তফা সেলিমের সম্পাদনায় ঢাকার খ্যাতনামা প্রকাশনা প্রতিষ্ঠান পাঠক সমাবেশ থেকে সাপ্তাহিক মুক্তবাংলা-র প্রতিলিপি সংস্করণ প্রকাশিত হয়েছে।
উল্লেখ্য, আকাদ্দস সিরাজুল ইসলাম ছিলেন বিয়ানীবাজার প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি।
সাহিত্য, সাংবাদিকতা ও মুক্তিযুদ্ধের প্রতি তাঁর অবদান আজও গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে বিয়ানীবাজারবাসী।