Header Logo
Author বার্তা বিভাগ - সকালের দেশ এডমিন
তারিখ: ৩০ জুলাই ২০২৫, ১১:৪৫ অপরাহ্ণ

গণঅভ্যুত্থানের প্রতিনিধি দুই ছাত্র উপদেষ্টার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে : এনসিপির নাহিদ ইসলাম

News Image

সাম্প্রতিক রাজনৈতিক উত্তাপের মধ্যেই অন্তর্বর্তীকালীন সরকারের দুই ছাত্র উপদেষ্টাকে কেন্দ্র করে ষড়যন্ত্র ও অপপ্রচারের অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তার ভাষায়, এই দুই উপদেষ্টা কোনো রাজনৈতিক দলের প্রতিনিধি নন, বরং গণঅভ্যুত্থানের আত্মা বহনকারী প্রতিনিধি হিসেবে অন্তর্বর্তী সরকারে যুক্ত হয়েছেন। তাই তাদের পদত্যাগে বাধ্য করতে নানা ষড়যন্ত্র চলছে, যা রুখে দেওয়ার আহ্বান জানান তিনি।

বুধবার (৩০ জুলাই) নরসিংদী পৌরসভা মোড়ে অনুষ্ঠিত এনসিপির ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির পথসভায় এসব মন্তব্য করেন নাহিদ ইসলাম। এর আগে বিকেল সোয়া ৫টায় নরসিংদীর জেলখানা মোড় থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে নেতাকর্মীরা সমাবেশস্থলে পৌঁছান।

সমাবেশে দেওয়া বক্তব্যে নাহিদ ইসলাম বলেন, ২০২৪ সালের ১ জুলাই কোটা বাতিলের দাবিতে যাত্রা শুরু করা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এক বছরের মধ্যেই গণঅভ্যুত্থানে রূপ নেয়। কিন্তু এই একটি বছরজুড়ে রাষ্ট্রীয় বাধা, অপপ্রচার ও নানা ষড়যন্ত্রের মধ্য দিয়ে সেই আন্দোলনের পথ রুদ্ধ করার চেষ্টা হয়েছে। বিচার সংস্কার, নতুন সংবিধান প্রণয়ন কিংবা রাষ্ট্রপতি অপসারণ—কোনো দাবিকেই বাস্তবায়নের সুযোগ দেওয়া হয়নি।

তার দাবি, আন্দোলনের অংশ হিসেবে অন্তর্বর্তী সরকারে যোগ দেওয়া দুই ছাত্র উপদেষ্টাকে কেন্দ্র করে যে অপপ্রচার চলছে, তা প্রকৃতপক্ষে গণঅভ্যুত্থানের ধারাকে ব্যাহত করার চেষ্টা। এই ষড়যন্ত্র প্রতিহত করতে জনগণকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।

এসময় তিনি জানান, বিচার সংস্কার ও নতুন সংবিধান প্রণয়নের দাবিতে রোববার (৩ আগস্ট) ঢাকার শহীদ মিনারে জনসমাবেশ আহ্বান করেছে এনসিপি। ওইদিন সেখান থেকেই নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা করা হবে বলেও জানান তিনি। নাহিদ ইসলাম বলেন, “আমরা বিশ্বাস করি, নরসিংদী, নারায়ণগঞ্জ ও গাজীপুর থেকে আসা জনস্রোতে শহীদ মিনার ভরে উঠবে। সেখানে থেকেই আমরা নতুন বাংলাদেশের ভিত্তি রচনায় আরেক ধাপ এগিয়ে যাবো।”

পথসভায় বক্তৃতার পাশাপাশি নরসিংদীর উন্নয়ন নিয়েও কথা বলেন এনসিপির এই নেতা। তিনি বলেন, “ভূমিদস্যু, সন্ত্রাসী ও চাঁদাবাজদের কবলে রয়েছে নরসিংদী। আমরা তাদের বিতাড়িত করেই এই জনপদকে মানুষের জন্য নিরাপদ ও বাসযোগ্য করবো।”

এর আগে দুপুরে নরসিংদী ক্লাবে ‘জুলাই আন্দোলনে’ শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। এসময় তারা শহীদ পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দেন এবং তাদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন।

মতবিনিময় ও সমাবেশে অংশ নেন এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, যুগ্ম আহ্বায়ক সায়োরার তুষার, ইয়াসমিন মিতু, অ্যাডভোকেট শিরিন আক্তার শেলীসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা।

নাহিদ ইসলাম তার বক্তব্যের শেষাংশে বলেন, “আমরা কোনো দাবি ভুলে যাইনি, কোনো লক্ষ্য থেকে সরে যাইনি। সংগঠিত হয়েছি, সংগঠিত হচ্ছি—আর দাবির বাস্তবায়ন না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়ছি না।”

Watermark