Header Logo
Author বার্তা বিভাগ - সকালের দেশ এডমিন
তারিখ: ২৮ জুলাই ২০২৫, ০৭:২৫ অপরাহ্ণ

দিরাইয়ে মৃত্যু সনদ পেতে ঘুষ দাবি, থানায় অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে

News Image

সুনামগঞ্জের দিরাই উপজেলায় পিতার মৃত্যু সনদ পেতে এক বছর ধরে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ঘুরেও সনদ না পাওয়ার অভিযোগ করেছেন এক নারী। উল্টো অভিযোগ করতে চাইলে ওই নারীকে অকথ্য ভাষায় গালাগাল ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে রাজানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সিলেট জেলা যুবলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জহিরুল ইসলাম জুয়েলের বিরুদ্ধে।

অভিযোগকারী নারী মোমিনা আক্তার দিরাই উপজেলার রাজানগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কাজুয়াবাদ গ্রামের বাসিন্দা। তার পিতা কুদ্দুছ মিয়া দেড় বছর আগে মারা যান। মোমিনা আক্তার বলেন, পিতার মৃত্যু সনদের জন্য চেয়ারম্যান জহিরুল ইসলাম জুয়েলের সঙ্গে যোগাযোগ করলে তিনি ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা ও তার ঘনিষ্ঠ আত্মীয় দবির মিয়ার সঙ্গে যোগাযোগ করতে বলেন। দবির মিয়া সনদের জন্য দুই হাজার টাকা দাবি করেন। টাকা না দেওয়ায় দীর্ঘদিনেও সনদ পাননি তিনি।

মোমিনা আক্তারের অভিযোগ, কয়েক দিন আগে আবার সনদের জন্য গেলে উদ্যোক্তা দবির মিয়া টাকা ছাড়া সনদ দেওয়া যাবে না বলে জানান। এ সময় তিনি ইউএনও বরাবর অভিযোগ করার কথা বললে চেয়ারম্যান তাকে ব্যক্তিগত মোবাইল নম্বর থেকে ফোন করে অশ্রাব্য ভাষায় গালাগাল ও অভিযোগ না করার হুমকি দেন। ওই ফোনালাপের একটি ভিডিও স্থানীয় সাংবাদিকদের হাতে এসেছে।

এ বিষয়ে চেয়ারম্যান জহিরুল ইসলাম জুয়েল বলেন, “ওই নারী অফিসে না এসে অভিযোগ করছে। উনি যেখানে বলেন সেখানেই দিতে হবে? আমাকেই উল্টো গালাগাল করেছে।” ফোনালাপের ভিডিও প্রসঙ্গে তিনি বলেন, “এখন তো এসব ভিডিও বানানো যায়।”

ওই নারী আপনাকে গালাগাল করছে তার কোনো প্রমাণ আছে কি? এমন প্রশ্নের জবাবে চেয়ারম্যান জহিরুল ইসলাম জুয়েল বলেন, না আমার কাছে কোনো প্রমাণ নেই।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জীব সরকার বলেন, চেয়ারম্যানকে বলা হয়েছে যাতে ওই নারী প্রাপ্য সেবা পান। দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Watermark