Header Logo
Author বার্তা বিভাগ - সকালের দেশ এডমিন
তারিখ: ২৭ জুলাই ২০২৫, ০৪:৫৯ অপরাহ্ণ

ড. ইউনূসের বিরুদ্ধে করা মানহানির মামলা বাতিল: আপিল বিভাগ

News Image

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে ময়মনসিংহে করা মানহানির মামলা বাতিল করেছে আপিল বিভাগ। 

বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন রোববার দুপুরে তিন সদস্যের আপিল বিভাগ এ আদেশ দেন।

অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক বলেন, রাষ্ট্রপক্ষের আপিল (লিভ টু আপিল) খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ।

উল্লেখ্য, ২০১০ সালে এক বক্তব্যকে কেন্দ্র করে মানহানির মামলায় অভিযুক্ত গ্রামীণ ব্যাংকের তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়। পরবর্তীতে মামলার কার্যক্রম বাতিলের জন্য তিনি ২০১১ সালে হাইকোর্টে আবেদন করেন। গত বছরের ২৪ অক্টোবর হাইকোর্ট মামলাটির কার্যক্রম বাতিল করে রায় দেন।

হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হওয়ার পর রাষ্ট্রপক্ষ লিভ টু আপিল করে। গত ২ জুলাই আপিল বিভাগের চেম্বার আদালত এ আবেদনটি ২৭ জুলাই নিয়মিত বেঞ্চে শুনানির জন্য নির্ধারণ করেন। এর ধারাবাহিকতায় রবিবার বিষয়টি আপিল বিভাগের কার্যতালিকায় তোলা হয়।

Watermark