Header Logo
Author বার্তা বিভাগ - সকালের দেশ এডমিন
তারিখ: ২৬ জুলাই ২০২৫, ০৯:৩৬ অপরাহ্ণ

বৈষম্যহীন একটি বাংলাদেশ পাবে আগামী প্রজন্ম: বাণিজ্য উপদেষ্টা

News Image

অন্তর্বর্তী সরকারের বাণিজ্য উপদেষ্টা বশির উদ্দিন শনিবার দুপুরে প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের ওয়েসিস প্রাঙ্গণে জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষ্যে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় আয়োজিত জুলাই পুনর্জাগরণ-২০২৫ অনুষ্ঠানমালায় প্রধান অতিথির বক্তব্যে বললেন, “সেবাকে দায়িত্ব হিসেবে গ্রহণ করতে পারলেই জুলাই আন্দোলন সার্থক হবে। আহতদের হারানো দৃষ্টি আমাদের দেখার ক্ষমতা বৃদ্ধি না করলে ব্যর্থ হবে গণ অভ্যুত্থান। ভবিষ্যতের ন্যায়ভিত্তিক বাংলাদেশে যোগ্যরা যোগ্য স্থানে থাকবে। বৈষম্যহীন ও ইনসাফভিত্তিক একটি বাংলাদেশ পাবে আগামী প্রজন্ম।”

শেখ বশিরউদ্দীন আরও যোগ করে বলেন, “জুলাই আন্দোলন আমাদের রাষ্ট্র ও প্রশাসনের ইতিহাসে একটি নতুন অধ্যায়ের সূচনা করেছে। এই অধ্যায় কেবল প্রতিবাদ কিংবা বিরোধের নয়-এটি আশাবাদ ও পরিবর্তনের আকাঙ্ক্ষা আর জনগণের অধিকার প্রতিষ্ঠার এক সাহসী আহ্বান। এটি বাংলাদেশে নতুন এক বৈষম্যহীন ও ন্যায়নিষ্ঠ রাষ্ট্র গড়ার জন্য অদম্য পথযাত্রার সূচনা করেছে। ছাত্ররা এই আন্দোলনে পথ দেখিয়েছিল আর আপামর জনগণ সেদিন এই আন্দোলনে শরীক হয়েছিল।”

‘আমরা জনগণের সঙ্গে সরাসরি সংযোগ বাড়িয়েছি, কার্যকরী পরিবর্তন আনতে সচেষ্ট হয়েছি এবং সবচেয়ে বড় কথা, আমরা জনগণের ওপর আস্থা রাখতে শিখেছি। জনগণ শুধু সংখ্যা নয়, জনগণ সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। এই অর্জন আমাদের সকলের’-উল্লেখ করেন এ উপদেষ্টা।

বাণিজ্য উপদেষ্টা বলেন, “আমরা যদি সেবাকে দায়িত্ব হিসেবে প্রতিষ্ঠা করতে পারি তবে বুঝবো জুলাই গণআন্দোলনের মূল শিক্ষা আমরা ধারণ করতে পেরেছি। আমরা যেন এমন একটি রাষ্ট্র ও প্রশাসন গড়ে তুলি, যেখানে নাগরিকের কণ্ঠস্বর উপেক্ষিত হবে না, যেখানে সিদ্ধান্ত হবে তথ্যভিত্তিক ও জনস্বার্থে এবং যেখানে প্রশাসন জনগণের সবচেয়ে বড় মিত্র হয়ে উঠবে।”

অনুষ্ঠানে জুলাই অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হয় নগদ অর্থ ও ইউএস-বাংলা বিমানের টিকিট। আয়োজনের অংশ হিসেবে ছিল রক্তদান কর্মসূচি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও ডকুমেন্টারি প্রদর্শনী। এ সময় নিজে রক্তদান করে সবাইকে উৎসাহিত করেন উপদেষ্টা বশির উদ্দিন।

অনুষ্ঠানের শুরুতে মাইলস্টোন ট্রাজেডিকে স্মরণ করে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে জুলাই যোদ্ধাদের আন্দোলনের স্মৃতিচারণে ভারি হয়ে ওঠে অনুষ্ঠানস্থল। সমাপ্তিতে প্রধান অতিথি বিভিন্ন স্টল ঘুরে দেখেন।

Watermark