‘জুলাই পুনর্জাগরণের সমাজগঠনে লাখো কণ্ঠে শপথ পাঠ’ কর্মসূচির অংশ হিসেবে ভার্চুয়াল আলোচনা সভা ও শপথ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ জুলাই) সকালে ওসমানীনগর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ভার্চুয়ালি সম্প্রচারে শপথ পাঠ করান সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ।
শপথে দুর্নীতি, বৈষম্য ও সহিংসতা মুক্ত সমাজ গঠনে সকলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা
জয়নাল আবেদীন। উপজেলা সমাজ সেবা কর্মকর্তা
জয়তি দত্তের পরিচালনায়, বিশেষ অতিথি ছিলেন,
ওসমানীনগর থানার ওসি তদন্ত এস এম মাহমুদ হাসান রিপন,
মহিলা বিষয়ক কর্মকর্তা হোসনে আর তালুকদার, উপজেলা জামায়াত নেতা রেজুয়ানুর রহমান চৌধুরী শাহীন, এনসিপি সদস্য আশরাফ মওলুদ চৌধুরী, বৈষম্য বিরোধী আন্দোলন নেতা মোঃ আশরাফুল ইসলাম আবিদ, জুলাই যোদ্ধা ইব্রাহিম আহমদ, ইউনিয়ন সমাজকর্মী এস.এম মশিউর আলম মুছা, স্বপ্না দেবী , মোঃ সোহেল রানা, সান্না বেগম, মোঃ শাহিন মিয়াসহ সাংবাদিক বৃন্দ।
অনুষ্ঠান শেষে উপজেলা সমাজ সেবা কার্যলয়ের পক্ষ থেকে প্রতিবন্ধিদের মাঝে -৫টি হুইলচেয়ার বিতরণ,
বেসরকারি এতিমখানার ক্যাপিটেশন গ্রান্ড -০৩ টি প্রতিষ্ঠানে ৭ লক্ষ ৬৮ হাজার টাকার চেক বিতরণ- করা হয়। এবং
মহিলা বিষয়ক থেকে ১৫০টি বি ডাব্লিউ বি কার্ড বিতরণ করা হয়।