সুনামগঞ্জের দিরাই মদনপুর সড়কে দুর্বৃত্তদের মারধরে শফিকুল ইসলাম (৩০) নামে এক কার ড্রাইভার আহত হয়েছেন। বুধবার (২৩জুলাই) রাত সাড়ে ১০টার দিকে দিরাই-মদনপুর সড়কের পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
আহত শফিকুল ইসলাম উপজেলার গোলাপনগর গ্রামের জমিল হকের ছেলে। বর্তমানে তিনি দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
কারের যাত্রী ফ্রান্স প্রবাসী কামরান জানান, সিলেট থেকে দুই বোনকে নিয়ে বাড়ির পথে আসার সময় বদলপুর গ্রাম অতিক্রম করার পর মোটরসাইকেলে করে কয়েকজন যুবক পিছু নেয়। পরে বাসস্ট্যান্ড এলাকায় গাড়ি থামিয়ে তারা ড্রাইভারকে গালাগালি করে এবং মোটরসাইকেলের চাবি দিয়ে এলোপাতাড়ি আঘাত করে আহত করে।
এ ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে একটি মোটরসাইকেল জব্দ করে। তবে হামলাকারীরা পালিয়ে যায়। দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, এঘটনায় লিখিত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।