সুনামগঞ্জের শাল্লা উপজেলায় বিশেষ অভিযানে ৪৬ কেজি গাঁজাসহ একজন নারী ও একজন পুরুষকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২২জুলাই) রাতব্যাপী এই অভিযান চালানো হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শাল্লা থানার ওসি শফিকুল ইসলামের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। প্রথমে উপজেলার উজানগাঁও গ্রামের জহিরুল ইসলাম (৩৬) নামে এক যুবককে ৪৫ কেজি গাঁজাসহ আটক করা হয়। পরে গভীর রাতে আটগাঁও ইউনিয়নের দৌলতপুর গ্রামে আরও এক অভিযানে ১ কেজি গাঁজাসহ উজ্জলা বেগম (৩৭) নামে এক নারীকে আটক করা হয়।
শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, বড় চালানের খবর পেয়ে আমরা অভিযান চালাই। উদ্ধারকৃত গাঁজা ও আটককৃতদের বিরুদ্ধে দুটি মামলা হয়েছে। তাদের সুনামগঞ্জ জেলা কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।