রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের কাছে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। সোমবার (২১ জুলাই) দুপুরের দিকে বিমান বাহিনীর এফ-৭ বিজিআই মডেলের একটি প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় পড়ে। দুপুর ১টা ৬ মিনিটে বিমানটি উড্ডয়ন করেছিল বলে নিশ্চিত করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
বিমানটি বিধ্বস্ত হওয়ার সঙ্গে সঙ্গে উত্তরা ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে, পরে আরও দুটি ইউনিট যুক্ত হয়। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ সূত্র জানায়, দুপুর ১টা ১৮ মিনিটে তারা সংবাদ পায় যে, উত্তরার মাইলস্টোন কলেজের পাশে একটি বিমান বিধ্বস্ত হয়েছে।
ঢাকা মহানগর পুলিশের উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার মহিদুল ইসলাম ঘটনাস্থলের পথে রয়েছেন বলে জানিয়েছেন। এদিকে তুরাগ থানার ডিউটি অফিসার মনিরুল ইসলাম বিমান বিধ্বস্তের তথ্য নিশ্চিত করেন এবং জানান, পুলিশ টিম ঘটনাস্থলে পৌঁছেছে।
প্রত্যক্ষদর্শীদের বর্ণনায়, ঘটনাস্থল ছিল উত্তরা মেট্রোরেল স্টেশনের প্রধান অফিসের নিকটবর্তী এলাকা। সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে, যদিও তার সত্যতা যাচাই করা যায়নি।
বিমান বাহিনীর সূত্রে জানা গেছে, বিমানে ছিলেন স্কোয়াড্রন লিডার তোকির। তাঁর অবস্থা সম্পর্কে এখনও নিশ্চিত করে কিছু বলা হয়নি। দুর্ঘটনায় হতাহতের সুনির্দিষ্ট কোনো তথ্য এখনো পাওয়া যায়নি।
ঘটনার তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট সংস্থা। বিধ্বস্ত বিমানের ধ্বংসাবশেষ ঘিরে রেখেছে নিরাপত্তা বাহিনী, এবং ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে কাজ চলছে।