Header Logo
Author বার্তা বিভাগ - সকালের দেশ এডমিন
তারিখ: ২০ জুলাই ২০২৫, ০৭:২৭ অপরাহ্ণ

নেত্রকোণার দুর্গাপুরে দম্পতির মরদেহ উদ্ধার

News Image

নেত্রকোণার দুর্গাপুরে বসত ঘর থেকে ঝুলন্ত অবস্থায় দম্পতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ৷

দম্পতি হলেন, উপজেলার দুর্গাপুর ইউনিয়নের চকলেংগুরা গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে সোহাগ মিয়া ও তার স্ত্রী একই উপজেলার কুড়ালিয়া গ্রমের রহিম উদ্দিনের মেয়ে ঝুমা আক্তার। স্বামী সোহাগ পেশায় রাজমিস্ত্রী ছিলেন।

রবিবার সকালে ঝুমার বাবার বাড়ির ঘর থেকে মরদেহ দুইটি উদ্ধার করা হয়।

স্থানীয়দের বরাতে দুর্গাপুর থানার ওসি মাহমুদুল হাসান জানান, তিন বছর আগে সোহাগ ও ঝুমার বিয়ে হয়। ঝুমা স্বামী সোহাগসহ বাবার বাড়িতেই বসবাস করে আসছিলেন। গতকাল শনিবার রাত ১০ টার দিকে খাবার খাওয়ার পর একটি কক্ষে ঘুমাতে যান এই দম্পতি। পরে সকাল পৌনে ৬ টার দিকে বাড়ির অন্যরা টের পান ঘরের ভিতরে ধরণার সাথে রশিতে সোহাগ আর ঝুমার লাশ ঝুলছিল। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে নেত্রকোণা সদর হাসপাতাল মর্গে পাঠায়।

ওসি আরো জানান, এই দম্পতির মধ্যে বেশ কিছুদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল। এর জেরে তারা আত্মহত্যা করে থাকতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ঘটনার প্রকৃত কারন উদঘাটনে সবদিক মাথায় রেখে তদন্ত করা হচ্ছে বলেও জানান ওসি।

Watermark