Header Logo
Author বার্তা বিভাগ - সকালের দেশ এডমিন
তারিখ: ২০ জুলাই ২০২৫, ০৭:১৮ অপরাহ্ণ

বাজিতপুরে ট্রাকের ধাক্কায় দুই যুবকের মৃত্যু

News Image

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার পৈলনপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় দুই যুবক নিহত হয়েছেন ও আহত হয়েছেন আরো এক জন। গত শুক্রবার সন্ধ্যার পর বাজিতপুর সরারচর আঞ্চলিক মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, হালিমপুর ইউনিয়নের পশ্চিম কুতুবপুর গ্রামের মোঃ কদর মিয়ার ছেলে মোঃ সিফাত (১৭) ও একই এলাকার সৌদি প্রবাসি মোঃ সালাউদ্দিন এর ছেলে হৃদয় মিয়া (১৬)। গত শনিবার সকাল সাড়ে ১০টার দিকে লাশ ময়নাতদন্ত শেষে তাদের গ্রামের বাড়ী  পশ্চিম কুতুবপুর পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। আহত আমির হামজা (১৭) কে বাজিতপুর ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি কা হয়েছে। এলাকাবাসী ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, ওরা তিন বন্ধু একই মটর সাইকেলে করে বাজিতপুর শহরের দিকে আসছিল। এরই মধ্যে পৈলনপুর পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মটর সাইকেলটিকে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলে ২ যুবকের মৃত্যু ঘটে। বাজিতপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মুরাদ হোসেন ঘটনার সততা স্বীকার করে বলেন, দুর্ঘনার পর তারা ট্রাক ও চালক সনাক্ত করতে অভিযান অব্যাহত রেখেছেন। তবে কাউকেই এ পর্যন্ত গ্রেফতার করতে পারেননি বলে উল্লেখ করেন। স্থানীয়দের অভিযোগ বাজিতপুর সরারচর মহাসড়কে প্রায় সময়ই দুর্ঘটনা ঘটছে। অতিরিক্ত গতি ও বেপরোয়া চালনার বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা দরকার। প্রায় সময়ই মটর সাইকেল, সিএনজি, ইজিবাইকসহ, টমটম, ট্রাক, ডিষ্ট্রিক ট্রাকগুলো গতি না মানার কারণে এসব দুর্ঘটনা ঘটে যাচ্ছে। এ পর্যন্ত গত কয়েক বছরে ৮ থেকে ১০ জন যুবকের প্রাণ হানি ঘটেছে। এলাকাবাসী আসা করেন, এমন মৃত্যু যেন আর কোন পরিবারের না হয়। প্রশাসনের প্রতি এলাকাবাসীদের আরজি যেন দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করেন।

Watermark