Header Logo
Author বার্তা বিভাগ - সকালের দেশ এডমিন
তারিখ: ২০ জুলাই ২০২৫, ০৭:১৪ অপরাহ্ণ

পার্বত্য অঞ্চলের শিক্ষার গুণগত মান অনেক কমে গেছে: পররাষ্ট্র উপদেষ্টা

News Image

অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন রোববার বান্দরবান পার্বত্য জেলা পরিষদের আয়োজনে এক অনুদান বিতরণ অনুষ্ঠানে বললেন, “গত ২০ বছরে জিপিএ-৫-এর পেছনে ছুটতে গিয়ে পার্বত্য অঞ্চলের শিক্ষার গুণগত মান অনেক কমে গেছে। শিক্ষার কোনো বিকল্প নেই-সরকার এই ব্যবস্থাকে পুনরায় গতিশীল করতে উদ্যোগ নিচ্ছে।”

মো. তৌহিদ হোসেন আরও যোগ করে বলেন, “বান্দরবানের প্রাকৃতিক পরিবেশ এখনও সহনীয় আছে, তবে সম্পদের ঘাটতির কারণে মানবসম্পদকে মূল শক্তিতে পরিণত করতে হবে।”

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, “পার্বত্য চট্টগ্রামে টেকসই শান্তি প্রতিষ্ঠায় সরকার আন্তরিকভাবে কাজ করছে। পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়নে সময় লাগবে। এটি হঠাৎ করে সম্ভব নয়-আমরা যেমন তা স্বীকার করি, তেমনি আপনারাও নিশ্চয়ই বুঝতে পারেন। তবে সরকার পূর্ণাঙ্গ শান্তি ও অর্থনৈতিক অগ্রগতির জন্য আন্তরিকভাবে কাজ করছে।”

চুক্তিটি ১৯৯৭ সালে স্বাক্ষরিত হলেও এখনো অনেক দিক বাস্তবায়নের অপেক্ষায় রয়েছে-যোগ করেন তৌহিদ হোসেন।

অনুষ্ঠানে পার্বত্য জেলা পরিষদের মাধ্যমে ৪৮২ জন কৃষক ও নারী উপকারভোগীর মাঝে ফলদ ও বনজ চারা, গবাদিপশু, সেলাই মেশিন এবং প্রসূতি মা ও নবজাতকদের জন্য আর্থিক অনুদান বিতরণ করা হয়।

Watermark