সিলেটে পুলিশের গুলীতে নিহত শহীদ সাংবাদিক এটিএম তুরাব হত্যা মামলায় কারাগারে আটক ২ আসামীকে প্রথমবারের মতো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তোলা হচ্ছে। আগামীকাল রোববার (২০ জুলাই। ঢাকাস্থ আইসিটি কোর্টে তাদের হাজির করে রিমান্ডের আবেদন করা হবে বলে আদালত সূত্রে জানা গেছে।
এই তথ্য নিশ্চিত করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত কর্মকর্তা শাহ আলম। তিনি বলেন, সিলেটে সাংবাদিক তুরাব হত্যা মামলার দুই আসামী সাবেক এডিসি সাদেক কাউসার দস্তগীর ও পুলিশ কনস্টেবল উজ্জল সিনহা বর্তমানে কারাগারে রয়েছেন। তাদেরকে প্রথমবারের মতো আদালতে তোলা হবে রোববার। সেদিন তাদের রিমান্ড চাওয়া হবে।