Header Logo
Author বার্তা বিভাগ - সকালের দেশ এডমিন
তারিখ: ১৮ জুলাই ২০২৫, ১১:২২ অপরাহ্ণ

সিলেট উইমেনস জার্নালিস্ট ক্লাবের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

News Image

সিলেটের নারী সাংবাদিকদের একমাত্র সংগঠন সিলেট উইমেনস জার্নালিস্ট ক্লাব-এর ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী সফলভাবে উদযাপিত হয়েছে। শুক্রবার সিলেট নগরীর একটি অভিজাত মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠান উৎসব মূখর পরিবেশে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী। তিনি বলেন, “নারী সাংবাদিকরা আজ সাহস, সততা ও দক্ষতায় নিজেদের যোগ্যতার প্রমাণ দিচ্ছেন। তাদের সংগঠিত প্রয়াস গণমাধ্যমে ইতিবাচক পরিবর্তন আনবে।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির ইকু, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি মঈন উদ্দিন, সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট এমাদ উল্লাহ শহিদুল ইসলাম শাহিন, সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট শাখার সভাপতি নামজুল কবির পাবেল ও সাধারণ সম্পাদক আশকার আমিন রাব্বী, ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (ইমজা) সিলেট-এর সাধারণ সম্পাদক সাকিব মিঠু এবং সিলেট মাল্টিমিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের যুগ্ম আহ্বায়ক মামুন হোসেন,
এই সময় আরো উপস্থিত ছিলেন লন্ডনবাংলা প্রেসক্লাব মেম্বার, বাংলাভাষী সম্পাদক, অলিউর রহমান খান, সমাজসেবী চৌধুরী জান্নাত রাখি, সাংবাদিক এহিয়া চৌধুরী, শেখ নাসির, এস আলম আলঙ্গীর সহ আরো অনেকেই।
বক্তারা বলেন, সিলেটের নারী সাংবাদিকরা শুধুমাত্র সংবাদ পরিবেশনের মধ্যেই সীমাবদ্ধ নন, বরং নেতৃত্ব, উদ্যোগ ও প্রগতির প্রতীক হয়ে উঠেছেন। সিলেট উইমেন্স জার্নালিস্ট ক্লাব নারীর ক্ষমতায়ন ও গণমাধ্যমে সমতার পথে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।
অনুষ্ঠানে সংগঠনের সদস্যদের অংশগ্রহণে কেক কাটা, আলোচনা সভা এবং সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে দিনটি উদযাপন করা হয়। ক্লাবের নেতৃবৃন্দ ভবিষ্যতে সাংবাদিকতার উৎকর্ষতা ও নারীর অধিকার রক্ষায় আরও বলিষ্ঠ ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

Watermark