গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) সমাবেশে হামলার ঘটনাকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে নিষিদ্ধ ঘোষিত সংঘঠন ছাত্রলীগের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন বলে জানা গেছে। এতে পুলিশসহ আহত হয়েছেন বেশ কয়েকজন। তবে নির্দিষ্ট সংখ্যা এখনও জানা যায়নি।
পুলিশ-ছাত্রলীগ সংঘর্ষে নিহতরা হলেন-গোপালগঞ্জ শহরের উদয়ন রোডের বাসিন্দা সন্তোষ সাহার ছেলে দীপ্ত সাহা (২৫) ও কোটালীপাড়ার রমজান কাজী (১৮)। অন্য দুজনের পরিচয় এখন জানা যায়নি।
বিষয়টি নিশ্চিত করেছেন গোপালগঞ্জ জেলা সদর হাসপাতালে আবাসিক মেডিকেল অফিসার (আরএমও)।
এর আগে দুপুরে দিকে গোপালগঞ্জে সমাবেশ শেষে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রায় হামলা চালিয়েছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। এতে রণক্ষেত্রে রূপ নেয় গোপালগঞ্জ। এ ঘটনায় গোপালগঞ্জে ১৪৪ জারি ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। বুধবার দুপুরে জেলা প্রশাসন এ ঘোষণা দেন। এরপর সন্ধ্যা নাগাদ অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয় গোপালগঞ্জে কারফিউ জারি।
এনসিপির ওপর গোপালগঞ্জে এমন হামলার প্রতিবাদে সারা দেশে প্রতিক্রিয়া জানাচ্ছেন ছাত্র-জনতা।