Header Logo
Author বার্তা বিভাগ - সকালের দেশ এডমিন
তারিখ: ১৬ জুলাই ২০২৫, ০৮:১০ অপরাহ্ণ

পাবনা সদর হাসপাতালের প্রধান সড়কের বেহাল দশা: প্রতিদিন ঘটছে দুর্ঘটনা, ভোগান্তিতে রোগী ও পথচারীরা

News Image

পাবনা সদর ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের প্রধান সড়কটি বর্তমানে বেহাল অবস্থায় রয়েছে। প্রতিদিন এই হাসপাতালটি শত শত রোগীর সেবা প্রদান করলেও হাসপাতালের প্রবেশপথের দুরবস্থার কারণে সুস্থ মানুষও রাস্তায় পড়ে রুগী হয়ে পড়ছে। ভাঙাচোরা রাস্তায় চলাচলের সময় হোঁচট খেয়ে অনেকে আহত হচ্ছেন, এমনকি বিভিন্ন সময় দুর্ঘটনাও ঘটছে। রিকশা, অ্যাম্বুলেন্স ও অন্যান্য যানবাহনের চলাচলেও চরম অসুবিধার সৃষ্টি হচ্ছে।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে সড়কটি সংস্কার করা হয়নি। একটু বৃষ্টি হলেই কাদায় একাকার হয়ে যায়, আর শুকনো সময় ধুলাবালিতে দম বন্ধ হয়ে আসে। এমন একটি গুরুত্বপূর্ণ হাসপাতালের সামনে এই সড়কটির এমন দশা থাকাটা লজ্জাজনক বলেও মন্তব্য করেন একাধিক ভুক্তভোগী।

বিষয়টি জানতে এলজিইডি পাবনা জেলার নির্বাহী প্রকৌশলী মোঃ মনিরুজ্জামানের সঙ্গে মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হয়। তবে একাধিকবার কল করলেও তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য জানা সম্ভব হয়নি।

পাবনা সদর হাসপাতালের রোগী, স্বজন ও স্থানীয় বাসিন্দারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে অবিলম্বে সড়কটি সংস্কারের দাবি জানিয়েছেন।

Watermark