Header Logo
Author বার্তা বিভাগ - সকালের দেশ এডমিন
তারিখ: ১৫ জুলাই ২০২৫, ০৯:২৩ পূর্বাহ্ণ

আহত স্ত্রীকে ওসমানী মেডিকেলে পাঠানো হয়েছে

News Image

সুনামগঞ্জের দিরাইয়ে ঘরের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হারিস মিয়া (৪০) নামে এক ব্যক্তি মারা গেছেন। আহত হয়েছেন তাঁর স্ত্রী।

সোমবার (১৪ জুলাই) দুপুরে উপজেলার চরনারচর ইউনিয়নের কার্তিকপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত হারিস মিয়া ওই গ্রামের আজীম উদ্দিনের ছেলে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিজ বাড়িতে নতুন ঘরের বেড়া বাঁধার কাজ করছিলেন হারিস মিয়া। কাজ করার সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। তাঁকে রক্ষা করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তাঁর স্ত্রীও। পরে স্থানীয় লোকজন দুজনকে উদ্ধার করে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক হারিস মিয়াকে মৃত ঘোষণা করেন।

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক জানান, বিদ্যুৎস্পৃষ্ট অবস্থায় দুজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক হারিসকে মৃত ঘোষণা করেন। তাঁর স্ত্রীকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Watermark