Header Logo
Author বার্তা বিভাগ - সকালের দেশ এডমিন
তারিখ: ১৩ জুলাই ২০২৫, ১০:২৬ পূর্বাহ্ণ

মিটফোর্ডে নৃশংস খুনের প্রতিবাদে দিরাইয়ে বিক্ষোভ ও প্রতিবাদ সভা

News Image

রাজধানীর মিটফোর্ডে এক বাঙারি ব্যবসায়ীকে প্রকাশ্যে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে সুনামগঞ্জের দিরাই। শনিবার মাগরিবের নামাজের পর ছাত্র জনতা পৌর শহরে বিক্ষোভে ফেটে পড়ে।

মধ্যবাজার জামে মসজিদের সামনে থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে থানা পয়েন্টে গিয়ে শেষ হয়। সেখানে আয়োজিত প্রতিবাদ সভায় ক্ষোভ প্রকাশ করেন বিভিন্ন বক্তা।

প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আকরাম হোসেন অনিক, আতাহার আলী, রশিদ চৌধুরী ও হাবিবুর রহমানসহ অনেকে। বক্তারা বলেন, “এই দেশে মানুষের জীবনের কোনো নিরাপত্তা নেই। খুনিরা যেন রাষ্ট্রীয় প্রশ্রয়ে চলে।”

তারা অবিলম্বে হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একইসঙ্গে দেশজুড়ে চাঁদাবাজি, সন্ত্রাস ও অরাজকতার বিরুদ্ধে গণজাগরণ গড়ে তোলার আহ্বান জানান।

Watermark