Header Logo
Author বার্তা বিভাগ - সকালের দেশ এডমিন
তারিখ: ১১ জুলাই ২০২৫, ১২:০৭ অপরাহ্ণ

ময়মনসিংহে কোতোয়ালির অভিযানে ১ হাজার লিটার মদ উদ্ধার। গ্রেফতার ১৫

News Image

ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে নগরীর রমেশসেন রোডের (নিষিদ্ধ পল্লী) একাধিক বাড়ী তল্লাশি করে ১০০০ লিটার বাংলা মদ উদ্ধার করা হয়েছে। এ সময় ১৫ জনকে গ্রেফতার করে পুলিশ।

বৃহস্পতিবার রাতে কোতোয়ালি মডেল থানা পুলিশ এই অভিযান পরিচালনা করে। নগরবাসীর মতে, গত ৫ই আগস্টের পর এটিই সর্বোচ্চ উদ্ধার অভিযান। ঘন্টাব্যাপী অভিযানে কোতোয়ালি মডেল থানার ওসি মোহাম্মদ শিবিরুল ইসলাম নিজেই নেতৃত্ব দেন। শহরে আলোচনার ঝড় উঠেছে শিবিরুল ইসলাম ওসি হিসেবে কোতোয়ালী মডেল থানায় যোগদান করায় চুরি, ছিনতাই কমেছে। চুরি ছিনতাই রোধসহ তাদেরকে আইনের আওতায় আনতে থানায় যোগদান করেই টানা অভিযান চালিয়ে চিহ্নিত চোর ও ছিনতাইকারীদের গ্রেফতার করে পুলিশ। অনেকেই দাবি করছেন পুলিশের ভয়ে নগরী ছেড়ে পালাতে বাধ্য হয়েছে চোর, ছিনতাইকারীরা। রমেশসেন রোডে প্রায় ১১ মাস পর বড় ধরনের মাদক বিরোধী এই অভিযানের ফলে মাদকের ভয়াবহতা কমে আসবে বলে নগরবাসী মনে করছেন। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে। ওসি শিবিরুল ইসলাম জানান, যেখানেই মাদক সেখানেই অভিযান হবে। চোর, ছিনতাইকারী ও মাদক কারবারিদের আস্থানা এই নগরীতে হবে না। তিনি এ জন্য নগরবাসীর সহযোগিতা কামনা করেছেন।

Watermark