Header Logo
Author বার্তা বিভাগ - সকালের দেশ এডমিন
তারিখ: ১০ জুলাই ২০২৫, ০৮:২২ অপরাহ্ণ

জুলাই সনদের আগেই নির্বাচনে যাবে না এনসিপি, নতুন সংবিধান দাবি নাহিদ ইসলামের

News Image

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের বিজয়কে পুঁজি করে দেশে মৌলিক রাজনৈতিক পরিবর্তনের ডাক দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, ‘জুলাই সনদ’ ঘোষণার আগে কোনো নির্বাচন ছাত্র-জনতা মেনে নেবে না। একই সঙ্গে নতুন সংবিধান প্রণয়ন এবং রাষ্ট্রের মৌলিক সংস্কার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১০ জুলাই) মাগুরা শহরের ভায়না মোড়ে পদযাত্রা শেষে এক পথসভায় নাহিদ ইসলাম বলেন, ‘ছাত্র-জনতার আত্মত্যাগের মাধ্যমে ফ্যাসিস্ট হাসিনার পতন হয়েছে। এই দেশে আর কোনো ফ্যাসিবাদী দোসরদের জায়গা দেওয়া হবে না। আপনারা যারা সন্তান হারিয়েছেন, তারা জানেন, এই দেশ আর কোনো দখলদার, চাঁদাবাজ, টেন্ডারবাজের হাতে তুলে দেবো না। যারা ভিনদেশি প্রভুদের ইশারায় কথা বলে, তাদের রাজনৈতিকভাবে পরাজিত করা হবে।’

তিনি বলেন, ‘জুলাই সনদ ঘোষণার আগে কোনো নির্বাচন ছাত্র-জনতা মেনে নেবে না। আগে ফ্যাসিস্ট হাসিনা ও আওয়ামী লীগের বিচার হতে হবে। খুনিদের বিচার, সংস্কার ও জুলাই সনদ ঘোষণার আগে নির্বাচনের পাঁয়তারা করা হলে আবারও গণআন্দোলন গড়ে তোলা হবে।’

একই স্থানে বিকেল সাড়ে তিনটার দিকে আরও বক্তব্য দেন নাহিদ ইসলাম। তিনি বলেন, ‘বাংলাদেশকে নতুন করে গড়ে তুলতে হবে। আমাদের নতুন সংবিধান প্রয়োজন। এ ছাড়া যেকোনো দেশের প্রভাব থেকে নিজেদের মুক্ত করতে হবে। নতুন সংবিধান আমাদের দাবি। কিন্তু সেটি এখনো বাস্তবায়িত হচ্ছে না। মৌলিক সংস্কার নিয়ে এখনও টালবাহানা চলছে।’

জুলাই সনদ প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, ‘আমরা ৩ আগস্টের মধ্যে জুলাই সনদ দেখতে চাই। যদি সরকার এই এক বছরের মধ্যে জুলাই সনদ ঘোষণা না করে, তবে আমরা সারা দেশের ছাত্র-জনতাকে নিয়ে মাঠে নামব। আমরা ৩ আগস্ট ঢাকা শহীদ মিনারে থাকব। সবাইকে সেই কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানাচ্ছি।’

এর আগে দুপুর দেড়টার দিকে মাগুরা শহরের উপজেলা চত্বর থেকে পদযাত্রা শুরু করে এনসিপির কেন্দ্রীয় নেতারা। পদযাত্রাটি শহরের চৌরঙ্গী মোড় হয়ে ঢাকা রোড ঘুরে ভায়না মোড়ে এসে পথসভায় মিলিত হয়। পথসভা শেষে এনসিপির কেন্দ্রীয় নেতাদের বহর নড়াইলে যাত্রা করে। এর আগে তারা ঝিনাইদহ সফর শেষে দুপুর ১২টার দিকে মাগুরায় পৌঁছান।

নাহিদ ইসলামের বক্তব্যে স্পষ্ট হয়ে উঠেছে, এনসিপি জুলাই গণঅভ্যুত্থানকে দেশের রাজনৈতিক পরিবর্তনের মাইলফলক হিসেবে ধরে এগোতে চায়। সেই প্রেক্ষাপটে নতুন সংবিধান, বিচার প্রক্রিয়া এবং রাজনৈতিক সংস্কারের প্রশ্নে কোনো আপস করতে নারাজ দলটি।

Watermark