Header Logo
Author বার্তা বিভাগ - সকালের দেশ এডমিন
তারিখ: ১০ জুলাই ২০২৫, ০৩:৫০ অপরাহ্ণ

দিরাইয়ে পুকুর থেকে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির লাশ উদ্ধার

News Image

সুনামগঞ্জের দিরাই পৌর শহরের একটি পুকুর থেকে মো. কাইয়ুম (৫০) নামের এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১০ জুলাই) সকাল সাতটার দিকে দিরাই বাসস্ট্যান্ড সংলগ্ন চিকিৎসক রসেন্দ্র কুমার তালুকদারের পুকুরে ভাসমান অবস্থায় লাশটি দেখতে পান এক পথচারী। পরে স্থানীয় লোকজন থানায় খবর দেন।

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক জানান, নিহত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিলেন। তাঁর নাম মো. কাইয়ুম তিনি রাজানগর ইউনিয়নের মধুপুর গ্রামের মৃত কছির আলীর ছেলে। ওসি আরও বলেন, নিহত মো:কাইয়ুম দু’দিন ধরে নিখোঁজ ছিলেন বলে নিহতের পরিবার সুত্রে জানান।

লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশের ধারণা, তিনি পানিতে পড়ে মারা গেছেন। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

Watermark