Header Logo
Author বার্তা বিভাগ - সকালের দেশ এডমিন
তারিখ: ১০ জুলাই ২০২৫, ০১:৪৭ অপরাহ্ণ

এসএসসি ও সমমানের ফল প্রকাশ আজ

News Image

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুর ২টায় প্রকাশিত হবে। শিক্ষা মন্ত্রণালয় এবং আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, ফলাফল প্রকাশের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। পরীক্ষার ফল প্রকাশের মধ্য দিয়ে লাখো শিক্ষার্থী এবং অভিভাবকের বহুল প্রতীক্ষার অবসান ঘটতে যাচ্ছে।

এবারের পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ১৯ লাখ ২৮ হাজার। এর মধ্যে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিয়েছে ১৪ লাখ ৯০ হাজার ১৪২ জন। তাদের মধ্যে ছাত্র ৭ লাখ ১ হাজার ৫৩৮ জন এবং ছাত্রী ৭ লাখ ৮৮ হাজার ৬০৪ জন। এই পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয়েছে দেশের ২ হাজার ২৯১টি কেন্দ্রে এবং ১৮ হাজার ৮৪টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছে।

মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষা দিয়েছে ২ লাখ ৯৪ হাজার ৭২৬ জন শিক্ষার্থী। তাদের মধ্যে ছাত্র এক লাখ ৫০ হাজার ৮৯৩ জন এবং ছাত্রী এক লাখ ৪৩ হাজার ৮৩৩ জন। মাদ্রাসা বোর্ডের পরীক্ষা হয়েছে ৭২৫টি কেন্দ্রে এবং ৯ হাজার ৬৩টি প্রতিষ্ঠানে।

অন্যদিকে, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১ লাখ ৪৩ হাজার ৩১৩ জন। এর মধ্যে ছাত্র এক লাখ ৮ হাজার ৩৮৫ জন এবং ছাত্রী ৩৪ হাজার ৯২৮ জন।

উল্লেখ্য, এবারের এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছিল ১০ এপ্রিল। লিখিত পরীক্ষা শেষ হয় ১৩ মে। এরপর ১৫ থেকে ২২ মে অনুষ্ঠিত হয় ব্যবহারিক পরীক্ষা।

ফলাফল প্রকাশের পর শিক্ষার্থীরা সহজেই বিভিন্ন উপায়ে ফল জানতে পারবে। ফল জানার ক্ষেত্রে অনলাইন এবং মোবাইল এসএমএস—দুই মাধ্যমেই সুবিধা থাকছে। শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট (www.educationboardresults.gov.bd)-এ গিয়ে শিক্ষার্থীকে বোর্ডের নাম, পরীক্ষার সন, রোল এবং রেজিস্ট্রেশন নম্বর লিখতে হবে। এরপর ‘সাবমিট’ বাটনে ক্লিক করলেই ফল জানা যাবে।

মোবাইল ফোনের মাধ্যমে ফল জানতে মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে: SSC (স্পেস) বোর্ডের নামের প্রথম তিন অক্ষর (স্পেস) রোল নম্বর (স্পেস) পাসের বছর। এই মেসেজ পাঠাতে হবে ১৬২২২ নম্বরে। উদাহরণস্বরূপ, SSC DHA ১২৩৪৫৬ ২০২৫ লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ফল জানিয়ে দেওয়া হবে।

মাদ্রাসা বোর্ডের ফল জানার জন্য বোর্ডের নামের প্রথম তিন অক্ষর হবে MAD এবং কারিগরি শিক্ষা বোর্ডের ক্ষেত্রে লিখতে হবে TEC। যেমন, দাখিল পরীক্ষার্থীদের জন্য মেসেজ লিখতে হবে Dakhil MAD রোল নম্বর পরীক্ষার বছর লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। কারিগরি বোর্ডের ক্ষেত্রে মেসেজ হবে: SSC TEC রোল নম্বর পরীক্ষার বছর।

শুধু ব্যক্তিগত ফল নয়, প্রতিষ্ঠানভিত্তিক ফলাফলও জানা যাবে। শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে EIIN নম্বর ব্যবহার করে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ফলাফল ও রেজাল্ট শিট ডাউনলোড করা যাবে।

ফলাফল নিয়ে কেউ অসন্তুষ্ট হলে, খাতা চ্যালেঞ্জ বা পুনঃনিরীক্ষণের আবেদন করার সুযোগ থাকছে। এই আবেদন করা যাবে ১১ জুলাই থেকে ১৭ জুলাই পর্যন্ত। টেলিটক মোবাইলের মাধ্যমে RSC (স্পেস) বোর্ডের নামের প্রথম তিন অক্ষর (স্পেস) রোল নম্বর (স্পেস) বিষয় কোড লিখে মেসেজ করতে হবে ১৬২২২ নম্বরে। একাধিক বিষয় কোড লিখতে চাইলে কমা ব্যবহার করতে হবে। প্রতিটি পত্রের জন্য আবেদন ফি নির্ধারিত হয়েছে ১৫০ টাকা।

ফল প্রকাশের দিন শিক্ষার্থীদের মধ্যে স্বাভাবিকভাবেই রয়েছে উচ্ছ্বাস এবং উৎকণ্ঠা। পরিবার-পরিজনও অপেক্ষা করছে ফলাফলের জন্য, যা শিক্ষাজীবনের গুরুত্বপূর্ণ এক ধাপ নির্ধারণ করবে।

Watermark