ভোলার লালমোহনে পানিতে ডুবে শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল আনুমানিক নয় টায় লালমোহন পৌরসভার ৪ নং ওয়ার্ড নানীগ্রাম এলাকায় মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী চৌকিদার বাড়ির দরজায় মৃত সিদ্দিক পাটোয়ারী ছেলে মিজানুর রহমানের ২ বছরের ছেলের মৃত্যু হয়েছে. শিশুটির পারিবারিক সূত্র ে খোঁজ নিয়ে জানা যায় ঘটনার সময় মিজানের স্ত্রী নিজ বসতঘরে অবস্থান করেছিলেন। রাতে প্রবল বৃষ্টিতে তাদের বারান্দা তলিয়ে পাশের জলোচ্ছ্বয়ে সাথে একাকার হয়ে যায়। শিশুটি তার মায়ের অজান্তে ঘর থেকে বেড়ে বারান্দায় খেলতে গিয়ে পাশের জলাশয়ে পরে গে ভাসমান ও অচেতন অবস্থা পাওয়া যায়। পরে তাকে সেখান থেকে উদ্ধার করে পরে তাকে লালমোহন স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া কর্তব্যরত ডাক্তার শিশুটিকে মৃত্যু বলে ঘোষণা করেন।