Header Logo
Author বার্তা বিভাগ - সকালের দেশ এডমিন
তারিখ: ৯ জুলাই ২০২৫, ০২:৪২ অপরাহ্ণ

শেখ হাসিনার ফোনালাপ ফাঁস হওয়ায় মামলার স্বচ্ছতা বাড়বে: প্রসিকিউটর

News Image

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম এইচ তামিম জানিয়েছেন, মারণাস্ত্র ব্যবহার করে নির্বিচারে গুলির নির্দেশ দেয়া শেখ হাসিনার ফোনালাপের আন্তর্জাতিক ভেরিফিকেশন মামলার স্বচ্ছতা বাড়াবে। এটি ডকুমেন্ট আকারে ট্রাইব্যুনালে উপস্থাপন করা হবে।

বুধবার গণমাধ্যমের সামমে তিনি এমন মন্তব্য করেছেন।

গাজী এম এইচ তামিম উল্লেখ করেন, শেখ হাসিনার বেশ কয়েকটি অডিও বক্তব্য আগেই পুলিশের ক্রাইমস ইনভেস্টিগেশন টিম পরীক্ষা করেছে। তারাও ফরেনসিক সত্যতা পেয়েছে, এসব ফোনালাপ হাসিনারই। তারপরেও আন্তর্জাতিক সংস্থা নতুন করে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে যে রিপোর্ট দিয়েছে, তা মামলার অভিযোগ প্রমাণে গুরুত্বপূর্ণ দলিল হবে।

শেখ হাসিনার বিরুদ্ধে হত্যা মামলার অভিযোগ গঠনের বিষয়ে কাল আদেশ দেবেন ট্রাইব্যুনাল-১। এই মামলার অপর দুই আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।

আদালত অভিযোগ গঠনের আদেশ দিলে সেখানে অন্যান্য ডকুমেন্টের পাশাপাশি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট হবে হাসিনার ফোনালাপের আন্তর্জাতিক ভেরিফিকেশন। এমনটাই জানান প্রসিকিউটর গাজী এম এইচ তামিম।

এর আগে, জুলাই অভ্যুত্থান চলাকালে কোটা সংস্কার আন্দোলনে গুলি করার নির্দেশ দিয়েছিলেন পালিয়ে যাওয়া স্বৈরশাসক শেখ হাসিনা-এমন একটি ফোন কলের অডিওর সত্যতা যাচাই করেছে বিবিসি আই।

বুধবার এক প্রতিবেদনে বিবিসি জানায়, অজ্ঞাত একজন ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তার সঙ্গে শেখ হাসিনার কথোপকথনের ফাঁস হওয়া অডিওটি এখন পর্যন্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রমাণ যে তিনি সরকারবিরোধী বিক্ষোভকারীদের গুলি করার জন্য সরাসরি অনুমতি দিয়েছিলেন।

Watermark