Header Logo
Author বার্তা বিভাগ - সকালের দেশ এডমিন
তারিখ: ৯ জুলাই ২০২৫, ০২:১৬ অপরাহ্ণ

হাছননগরে গৃহবধুকে শ্লীলতাহানি,প্রবাসী ভাইকে মারধর করে টাকা ছিনতাই,থানায় অভিযোগ

News Image

সুনামগঞ্জ পৌর শহরের হাছননগরে গৃহবধুকে শ্লীলতাহানি,প্রবাসী ভাইয়ের ৫০ হাজার টাকা ছিনতাইসহ রুপার বেসলেট এবং রুপার গলার চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগ।

গুরুত্বর আহত প্রবাসী পিয়াস (২১) ও গৃহবধু পিংকি আক্তার শীলা (২৬)কে সন্ত্রাসীদের কবল থেকে উদ্ধার করে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

জানা যায়,গত ১/৭/২৫ইং বিকাল ৬ টায় প্রথম ঘটনা,২/৭/২৫ইং দ্বিতীয় ঘটনা, ৩/৭/২৫ইং বিকাল সাড়ে ৪ টার সময় তৃতীয় ঘটনা ঘটে।

এ ঘটনায় গৃহবধু পিংকি আক্তার শীলা পরিবারের জানমালের নিরাপত্তা চেয়ে সদর মডেল থানায় লিখিত অভিযোগ করেছেন। কিন্তু সপ্তাহ পেরিয়ে গেলেও এখনো আইনি সহায়তা পাননি অভিযোগকারীর পরিবার। অভিযুক্তরা হলো,হাছননগরস্থ পশ্চিম সুলতানপুর এলাকার রইচ আলীর ছেলে সন্ত্রাসী মাদকসেবী ময়না মিয়া,কুদ্দুস মিয়া তার স্ত্রী রুবিনা বেগম,সফর আলীর ছেলে আব্দুল কাইয়ুম,লিয়াকত আলীর ছেলে জাবেদ মিয়া ও বকাটে ইমরুল মিয়া।

অভিযোগের ভিত্তিতে সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে সিসি ক্যামেরার ফুটেজ দেখে হামলার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আহত প্রবাসী পিয়াস ও গৃহবধু অভিযোগকারী পিংকি আক্তার শীলা জানান,আমার ঘটনার পূর্বে আমার বসতবাড়ীর সামনে সাইদুর রহমান নামের এক ব্যক্তিকে মারধর করে সন্ত্রাসী ময়না মিয়া গং। সাইদুর রহমানের মামলার স্বাক্ষী হওয়ার কারণে ময়না মিয়া আমার বাড়ির সামনে এসে আমাকে ডেকে ঘর থেকে বাহির করে অকথ্য ভাষায় গালিগালাজের এক পযার্য়ে আমার পরনের ওড়না জোর করে টেনে নিয়ে যায়। পরে আমার ভাই ঘর থেকে বাহির হয়ে তাকে গালাগালির কারন জানতে চাইলে সে ক্ষীপ্ত হয়ে আমার ভাইকে ছুড়ি দিয়ে ঘাই মেরে গুরুত্বর জখম করেছে। এ বিষয়ে আবার আমি সদর মডেল থানায় আরেকটি লিখিত অভিযোগ দায়ের করি। কিন্তু ময়না মিয়া গং সন্ত্রাসীরা প্রভাবশালী হওয়ায় তাদের বিরুদ্ধে কোন আইনি প্রদক্ষেপ নেননি থানা পুলিশ। তাই আমাদের নিরাপত্তার স্বার্থে এসপি মহোদয়ের সুদৃষ্টি কামনা করছি। পরবতীতে ময়না মিয়া অভিযোগের বিষয়ে জানতে পেরে আমার বাড়িতে এসে তৃতীয় বার আবারও হুমকি দেয় আমার স্বামী ঢাকা থেকে ফিরলে তাকে দেখে নেবে। বর্তমানে আমার প্রবাসী ভাই সহ সবাই জানমালের নিরাপত্তাহীনতায় ভুগছি। যে কোন সময় ময়না মিয়া গংরা আমার বসতবাড়ীতে আবারও হামলা চালাতে পারে।

সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো আবুল কালাম জানান,অভিযোগ পেয়েছি,তদন্ত সাপেক্ষে আইন গত ব্যবস্থা নেয়া হবে।

Watermark