দেশে মূল্যস্ফীতি ৮.৪৮ শতাংশে নেমে এসেছে। এছাড়াও গত দুই বছরের মধ্যে খাদ্য মূল্যস্ফীতি সর্বনিম্ন পর্যায়ে নেমে ৭.৩৯ শতাংশে দাঁড়িয়েছে। সোমবার এসব তথ্য জানিয়েছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)।
সোমবার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) এ তথ্য জানিয়েছে।
বিবিএসের তথ্য অনুযায়ী, জুন মাসে দেশের সার্বিক মূল্যস্ফীতি শূন্য দশমিক ৫৭ শতাংশ কমে ৮ দশমিক ৪৮ শতাংশ হয়েছে, গত মে মাসে যেটি ছিল ৯ দশমিক ০৫ শতাংশ।
কমেছে খাদ্য মূল্যস্ফীতিও। জুন মাসে খাদ্য মূল্যস্ফীতি ১ দশমিক ২০ শতাংশ কমে দাঁড়িয়েছে ৭ দশমিক ৩৯ শতাংশ। মে মাসে যেটি ছিল ৮ দশমিক ৫৯ শতাংশ।
এদিকে মে মাসে সার্বিক খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ৯ দশমিক ৪২ শতাংশ থাকলেও জুন মাসে সেটি কমে ৯ দশমিক ৩৭ শতাংশে দাঁড়িয়েছে। কমেছে শূন্য দশমিক ০৫ শতাংশ।
এছাড়া জুন মাসে গ্রামাঞ্চলে সার্বিক মূল্যস্ফীতি শূন্য দশমিক ৫৯ শতাংশ কমে দাঁড়িয়েছে ৮ দশমিক ৪৬ শতাংশে। এর মধ্যে খাদ্য মূল্যস্ফীতি ৭ দশমিক ১৪ শতাংশ ও খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ৯ দশমিক ৭২ শতাংশ।
আর শহরে সার্বিক মূল্যস্ফীতি শূন্য দশমিক ৫৬ শতাংশ কমে দাঁড়িয়েছে ৮ দশমিক ৯৪ শতাংশে। এর মধ্যে খাদ্য মূল্যস্ফীতি ৭ দশমিক ৯৯ শতাংশ ও খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ৯ দশমিক ৫৪ শতাংশ।
সদ্য বিদায়ী ২০২৪-২৫ অর্থবছরে গড় মূল্যস্ফীতি সাড়ে ৬ শতাংশে বেঁধে রাখার সরকারের যে লক্ষ্য ছিল, তা অর্জিত হয়নি। বিবিএসের হিসাব অনুযায়ী, সরকারের গত অর্থবছরে (জুলাই ২০২৪-জুন ২০২৫) সময়ে গড় মূল্যস্ফীতি হয়েছে ১০ দশমিক ০৩ শতাংশ হারে।