Header Logo
Author বার্তা বিভাগ - সকালের দেশ এডমিন
তারিখ: ৪ জুলাই ২০২৫, ০৫:৪৪ অপরাহ্ণ

একই দিনে দেশে মুক্তি পাচ্ছে দুই হলিউড সিনেমা

News Image

হলিউডের সিনেমা ভক্তদের জন্য আরও দু’টি সাড়া জাগানো সিনেমা নিয়ে আসছে স্টার সিনেপ্লেক্স। যার মধ্যে রয়েছে জনপ্রিয় জুরাসিক ওয়ার্ল্ড ফ্রাঞ্চাইজির নতুন সিনেমা ‘জুরাসিক ওয়ার্ল্ড রিবার্থ’, এছাড়া মুক্তি পাবে হরর সিনেমা ‘২৮ ইয়ারস লেটার’। ইউনিভার্সেল পিকচার্সের ‘জুরাসিক ওয়ার্ল্ড রিবার্থ’ সিনেমার অন্যতম আকর্ষণ স্কারলেট জোহানসন। এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করা জনপ্রিয় এই তারকাকে ঘিরে এরইমধ্যে দর্শকদের ব্যাপক কৌতুহল লক্ষ্য করা গেছে। বক্স অফিসে এটি দুর্দান্ত সাফল্য পাবে বলে ধারণা করা হচ্ছে। অন্যদিকে, গত ২০ জুন আন্তর্জাতিকভাবে মুক্তি পাওয়া হরর সিনেমা ‘২৮ ইয়ারস লেটার’ প্রথম দিনেই রেকর্ডসংখ্যক আয় করেছে। এ সিনেমাটিও সাফল্যের দৌড়ে অনেক দূর যাওয়ার আভাস দিচ্ছে। বাংলাদেশের দর্শকদের জন্য আজ শুক্রবার ছবি দু’টি মুক্তি দিচ্ছে স্টার সিনেপ্লেক্স।

জুরাসিক ওয়ার্ল্ড রিবার্থ

হলিউডের অন্যতম জনপ্রিয় একটি ফ্র্যাঞ্চাইজি ‘জুরাসিক ওয়ার্ল্ড’। ১৯৯৩ সালে ‘জুরাসিক পার্ক’ মুক্তির মধ্য দিয়ে এর যাত্রা শুরু। এ যাবৎ পর্দায় এসেছে এই সিরিজের ছয়টি সিনেমা। সবগুলোই দর্শকমহলে আলোড়ন তুলেছে। এবার আসছে নতুন সিনেমা ‘জুরাসিক ওয়ার্ল্ড রিবার্থ’। পরিচালনা করেছেন গ্যারেথ এডওয়ার্ডস। এটি ২০২২ সালে মুক্তিপ্রাপ্ত ‘জুরাসিক ওয়ার্ল্ড ডোমিনিয়ন’র একটি স্বতন্ত্র সিক্যুেয়ল, যা চতুর্থ জুরাসিক ওয়ার্ল্ড সিনেমা এবং জুরাসিক পার্ক ফ্র্যাঞ্চাইজির সামগ্রিকভাবে সপ্তম কিস্তি। ১৮০ মিলিয়ন ডলার ব্যয়ে নির্মিত ইউনিভার্সেল পিকচার্সের এই সিনেমা এরইমধ্যে দর্শকদের বিশেষ আগ্রহ তৈরি করেছে। এর প্রধান চরিত্রে আছেন স্কারলেট জোহানসন। তার সঙ্গে আরও আছেন মাহেরশালা আলী এবং জোনাথন বেইলি।

২৮ ইয়ারস লেটার

চলতি বছর হলিউড ইন্ডাস্ট্রিতে প্রচুর হরর সিনেমা মুক্তি পাচ্ছে এবং বক্স অফিসে দারুণ পারফর্মও করছে। এই তালিকায় সর্বশেষ যুক্ত হলো ‘২৮ ডেজ লেটার’ সিরিজের নতুন সিনেমা ‘২৮ ইয়ারস লেটার’ । গত ২০ জুন মুক্তি পাওয়া এই সিনেমাটি উত্তর আমেরিকায় উদ্বোধনী দিনে রেকর্ডসংখ্যক আয় করেছে। বক্স অফিস মোজোর তথ্য অনুযায়ী সিনেমাটি উদ্বোধনী দিনে আয় করেছে ১৪ মিলিয়ন ডলার। এটি এখন পর্যন্ত ফ্র্যাঞ্চাইজির মধ্যে সর্বোচ্চ ওপেনিং ডে কালেকশন যত টাকা খরচ করে বানানো হয়েছিল, মুক্তির এক সপ্তাহের মধ্যেই তা আয় করে ফেলেছে ‘২৮ ইয়ার্স লেটার’। সারা বিশ্বে এরইমধ্যে ৫৬৯ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে। টানটান উত্তেজনা, চরম ভায়োলেন্স এবং রক সাউন্ডট্র্যাকে ভরপুর এই জম্বি থ্রিলার পরিচালনা করেছেন অস্কারজয়ী নির্মাতা ড্যানি বয়েল। মাত্র ১৪ বছরের অ্যালফি উইলিয়ামস সিনেমার মূল চরিত্রে অভিনয় করে সিনে অনুরাগীদের নজর কেড়েছেন। এ ছাড়া এতে রয়েছেন জোডি কোমার, অ্যারন টেলর জনসন এবং ‘হ্যারি পটার’ সিরিজের ‘লর্ড ভলডেমর্ট’ রাফ ফাইনস।

Watermark