Header Logo
Author বার্তা বিভাগ - সকালের দেশ এডমিন
তারিখ: ৪ জুলাই ২০২৫, ১১:০৩ পূর্বাহ্ণ

বালাগঞ্জে এনটিভি’র ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

News Image

সিলেটের বালাগঞ্জে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে দেশের জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভির ২২ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ২৩ বছরে পদার্পন উদযাপন করা হয়েছে।
বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে বালাগঞ্জ এম এ খান অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি শামীম আহমদ।

এনটিভি’র অনলাইন করেসপনডেন্ট (বালাগঞ্জ-বিশ্বনাথ) তারেক আহমদের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন দৈনিক পুণ্যভূমি’র সম্পাদক মন্ডলীর সভাপতি ব্যারিস্টার মোস্তাকিম রাজা চৌধুরী।
প্রধান অতিথি’র বক্তব্যে তিনি বলেন, এনটিভি বিভিন্ন কর্মকান্ডে দেশের চেয়ে বিদেশে বেশি ভূমিকা রাখে। ইউরোপের বিভিন্ন দেশে বসবাসকারী বাঙালী কমিউনিটির জন্য এনটিভি কাজ করে।
তিনি বলেন, একটি রাষ্ট্র সঠিক ভাবে পরিচালনার জন্য গণমাধ্যমের ভূমিকা অপরিহার্য। গণমাধ্যম ব্যতিত একটি রাষ্ট্র সঠিক ভাবে কাজ করতে পারে না।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন বালাগঞ্জ উপজেলা বিএনপি’র সভাপতি আলহাজ্ব গোলাম রব্বানী, বালাগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামী’র আমির ডা. আব্দুল জলিল, বালাগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা সৈয়দ আলী আসগর, বালাগঞ্জ সদর ইউনিয়ন বিএনপি’র আহ্বায়ক শেখ জামাল আহমদ খলকু, বালাগঞ্জ উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম সেফুল, সহ সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির, উপজেলা বিএনপি নেতা মাসুক মিয়া।
এছাড়াও উপস্থিত ছিলেন- সিলেট প্রেসক্লাবের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক শেখ মো. আব্দুল মজিদ, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি মো. আব্দুস শহিদ, কোষাধ্যক্ষ মো. জাগির হোসেন, সদস্য আবুল কাশেম অফিক, এম এ কাদির, সাংবাদিক হেলাল আহমদ, ওসমানীনগর প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মো. জিতু আহমদ, বিএনপি নেতা সেলিম রেজা, বালাগঞ্জ ইউনিয়ন বিএনপির’র সাংগঠনিক সম্পাদক সালমান আহমদ, যুবদল নেতা সোহেল তালুকদার, বালাগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি রাজু আহমদ, ছাত্রদল নেতা মিজান বেগ, শ্রমিকদল নেতা হেলাল আহমদ, যুবদল নেতা মুকিদ আহমদ, উপজেলা ছাত্র মজলিসের সভাপতি গোলাম কিবরিয়া, তালামীযে ইসলামিয়ার সাধারণ সম্পাদক আবু সালেহ হোসাইন, গহরপুর ব্লাড ফাইটার্সের সভাপতি কামরান আহমদ, বালাগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি হোসাইন আহমদ শাহী, সাধারণ সম্পাদক হাদিউজ্জাহান মারুফ, সমাজসেবক রুহুল আমিন হামজা, কামিল আহমদ প্রমুখ।

Watermark