Header Logo
Author বার্তা বিভাগ - সকালের দেশ এডমিন
তারিখ: ২১ জুন ২০২৫, ০৯:০৯ অপরাহ্ণ

সুনামগঞ্জে প্রবাসী স্ত্রীর পরিবারকে মারধর,স্বামী নিখোঁজ

News Image

সৌদি প্রবাসী এক স্ত্রীর পরিবারকে মারধর করে বাড়ি ছাড়া করার অভিযোগে সুনামগঞ্জ সদর আদালতে মামলা হয়েছে। ঘটনাটি গত০২/০৩/২৪ ইংতারিখে সদর উপজেলার কুরবান নগর ইউনিয়নের সেখের গাঁও গ্রামে ঘটেছে। এ ঘটনায় প্রবাসীর স্ত্রী মোছা: লাকী বেগম সৌদি আরব থেকে বাড়ি এসে গত ১৬/০২/২৫ ইং তারিখে বাদী হয়ে একই গ্রামের আব্দুছ ছোবহান পিতামৃত সুরুজ আলী, আলাউদ্দিন পিতা মৃত আম্বর আলী, আব্দুল মতিন পিতা মৃত সুরুজ আলী, মোছা; মাজেদা বেগম, স্বামী আব্দুছ ছোবহান সর্বসাং সেখেরগাঁও এবং তাজ উদ্দিন পিতামৃত কেছরা মিয়া সাংহামিলপুর সর্বইউপি কুরবান নগর উপজেলা সদরকে আসামী করে মামলা করেছেন। ঘটনায় প্রবাসীর স্ত্রীর স্বামী মো.আব্দুল করিম প্রায় ১১মাস যাবত নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।
মামলা সুত্রে জানা গেছে, আসামী আব্দুছ ছোবহান, আব্দুল মতিন, নিখোঁজ আব্দুল করিমের আপন ভাই। একই বাড়িতে পৃথকভাবে বসবাস করিয়া আসিতেছে। বাদিনীর স্বামী সহজ সরল লোক হওয়ায় প্রায় সময়ই তার ভাইয়েরা নানা নির্যাতন করে আসতে থাকে। এরই ধারাবাহিকতায় আসামীরা বাদিনী সৌদি আরব থাকার সুবাদে তার স্বামী সন্তানকে মারধর এবং লুটপাট করে বাড়ি থেকে তাড়িয়ে দিলে এসময় প্রবাসী স্ত্রীর স্বামী আব্দুল করিম নিখোঁজ হন। এখনও প্রবাসী স্ত্রীর স্বামীর কোন সন্ধান পাওয়া যায়নি। সদর থানা পুলিশ নিখোঁজ আব্দুল করিমকে জীবিত কিংবা মৃত উদ্ধার করতে পারেনি তবে মামলাটি পিবিআই সিলেটের তদন্তাধীন রয়েছে

Watermark