Header Logo
Author বার্তা বিভাগ - সকালের দেশ এডমিন
তারিখ: ২০ জুন ২০২৫, ১২:৩৯ পূর্বাহ্ণ

মান্দায় এইচএসসি পরীক্ষার্থীদের দোয়া ও বিদায় অনুষ্ঠান

News Image

মান্দায় ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার্থীদের দোয়া ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ জুন) দুপুরে উপজেলার প্রসাদপুর বাজার তিন মাথার মোড় দেলুয়াবাড়ি রোড সংলগ্ন হালিম স্যারের আইসিটি প্রাইভেট সেন্টারে এ দোয়া ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় হালিম স্যারের আইসিটি প্রাইভেট সেন্টারের পরিচালক আব্দুল হালিম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মান্দা থানা আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজ এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ খালেনুর বেগম। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,পারইল সিনিয়র আলিম মাদ্রাসার সিনিয়র প্রভাষক আব্দুল আলিম, কুসুম্বা দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মাসুদ রানা, মান্দা থানা আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজ এর সহকারী শিক্ষক মানুন রশিদ,শন্টু কুমার,আব্দুল কুদ্দুস, শ্রীবাস, রাজশাহী’র অন্বেষ এর পরিচালক ছোটন মাহমুদ ও ইসলামিয়া নার্সিং কোচিং সেন্টারের পরিচালক মো.আল আমিন,সিসটেক পাবলিকেশন এর জেলা প্রতিনিধি আজমল হোসেন এবং সাংবাদিক মাহবুবুজ্জামান সেতু প্রমূখ।

Watermark