Header Logo
Author বার্তা বিভাগ - সকালের দেশ এডমিন
তারিখ: ১৩ জুন ২০২৫, ০৩:৫০ অপরাহ্ণ

লক্ষ্মীপুরে গলায় খাবার আটকে শিশুর মৃত্যু

News Image

লক্ষ্মীপুরে খাবার আটকে অরি দাস নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুটির বয়স ৮ মাস। বৃহস্পতিবার (১২ জুন) দুপুরে পৌর শহরের সমসেরাবাদ এলাকায় চিটা ডাক্তার বাড়িতে এ ঘটনা ঘটে। অরি দাস কার্তিক দাস ও শর্মি দাস দম্পতির ছেলে শিশু। বাড়ি ফেনী জেলায়। শর্মি দাসের বাবার বাড়ি লক্ষ্মীপুর সমসেরাবাদ এলাকার ৭ নং ওয়ার্ডে । ঈদের ছুটিতে শর্মি তার ২ বাচ্চাকে নিয়ে লক্ষ্মীপুরে বাবার বাড়িতে বেড়াতে আসে। প্রতিদিনের মত অরিকে খাবার (খিচুড়ি) খাওয়াতে গেলে অসাবধানতার কারনে হঠাৎ  শ্বাসনালীতে খাবার আটকে যায়। দ্রুত সবাই শিশুটিকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে যায় ততক্ষণে তার পুরো শরির নিস্তেজ হয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। প্রতিবেশীদের ভাষ্য মতো , ঈদের বন্ধে ছেলে অরিকে নিয়ে বাবার বাড়িতে বেড়াতে এসেছিলেন শর্মি। দুপুরে শিশুটিকে খিচুড়ি খাওয়ানোর সময় অসাবধানতাবশত খাবার গলায় আটকে যায়।  অরিকে সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক অরিকে মৃত ঘোষণা করে। এমন মর্মান্তিক মৃত্যুতে শিশুটির পরিবার বাকরুদ্ধ হয়ে পড়েছে। সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. অরুপ পাল বলেন, শিশুটিকে খিচুড়ি খাওয়ানোর সময় অসাবধানতাবশত শ্বাসনালিতে আটকে যায়। এতে শিশুটির মৃত্যু হয়। শিশুদের খাওয়ানোর ক্ষেত্রে প্রত্যেক মাকে সতর্ক হতে হবে। এমন অসাবধানতায় ফুলের কলির মত আর কোন নিষ্পাপ শিশুকে যেন অকালে যেন প্রাণ না দিতে  হয় সেই প্রত্যাসা সংশ্লিষ্টদের।

Watermark