Header Logo
Author বার্তা বিভাগ - সকালের দেশ এডমিন
তারিখ: ১২ জুন ২০২৫, ০৭:৩৪ অপরাহ্ণ

মান্দায় কেন্দ্রীয় বিএনপি নেতা এম.এ মতিনের ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় ও পথসভা

News Image

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ৪৯ নওগাঁ-৪ (মান্দা) আসনের বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী এম.এ মতিন
তার নির্বাচনী এলাকায় ঈদুল আযহা’র শুভেচ্ছা বিনিময়,পথসভা,মতবিনিময় সভা ও জনসংযোগ কার্যক্রম অব্যাহত রেখেছেন। এরই ধারাবাহিতায় বুধবার (১১ জুন) বিকেলে উপজেলার ১০ নং নূরুল্যাবাদ ইউনিয়নের জোতবাজার চৌরাস্তার মোড়ে আয়োজিত পথসভায় তিনি বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন এবং এলাকাবাসীর সাথে কুশলাদি বিনিময় করেন। এসময় উপস্থিত ছিলেন,জেলা যুবদলের আহবায়ক মাসুদ হায়দার টিপু,উপজেলা বিএনপি’র আহবায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহবায়ক এ.কে এম নাজমুল হক,নাজু,উপজেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেন খান, সাবেক আইন বিষয়ক সম্পাদক এ্যাড.কুমার বিশ্বজিৎ,উপজেলা আহবায়ক কমিটির সদস্য আবুল কালাম আজাদ,রফিকুল ইসলাম,উপজেলা যুবদলের আহবায়ক নূরুল ইসলাম, যুগ্ম আহবায়ক এ্যাড.মিজানুর রহমান ও সিদ্দিক হোসেন প্রমূখ। এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,জেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক সাহিদুজ্জামান সোহান,উপজেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক ও সদস্য সচিব (দায়িত্বপ্রাপ্ত) মলয় কুমার ঘোষ,যুগ্ম আহবায়ক মাসুদ রানা ও শাহীনূর ইসলাম শাহীন, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও নওগাঁ জেলা ছাত্রদলের সহ-সভাপতি আব্দুল হালিম দুলাল,উপজেলা ছাত্রদলের আহবায়ক কমিটির সদস্য সচিব পলাশ কুমার,সদস্য এমরান নাজির প্রমূখ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,কুসুম্বা ইউনিয়ন বিএনপির সভাপতি সেলিম মোর্শেদ চৌধুরী,ভালাইন ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ,নূরুল্যাবাদ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন,প্রসাদপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক গোলাম হোসেন,সাংগঠনিক সম্পাদক এরশাদ আলী,মান্দা সদর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হামিদুর রহমান শাহানা,নূরুল্যাবাদ ইউনিয়ন যুবদলের সভাপতি সাদেকুল ইসলাম,সাধারণ সম্পাদক আবু তালেব পাইক প্রমূখ।

এর আগে গত ৮ জুন (রবিবার) বিকেলে ১ নং ভারশোঁ ইউনিয়নের ব্রজপুর পশ্চিমপাড়া তরুণ সংঘ ক্লাবের আয়োজনে খেলাধুলা, আলোচনা পুরস্কার বিতরণী অনুষ্ঠান, ৯ জুন (সোমবার) বিকেলে ৩ নং পরানপুর ইউনিয়নের হাটোর মৎসজীবি পাড়া যুব সংঘ কর্তৃক আয়োজিত নৌকাবাইচসহ বিভিন্ন প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন। এরপর একইদিন বিকেলে বামনগাঁয়ের স্থানীয়দের আবেদনের প্রেক্ষিতে অসহায় ছবিরনকে হুইল চেয়ার বিতরণ করেন তিনি। এছাড়াও সন্ধ্যায় ৮ নং কুসুম্বা ইউনিয়নের গাইহানা-কৃষ্ণপুর জাগরণী কর্তৃক আয়োজিত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেন তিনি। এছাড়াও গত ১০ জুন (মঙ্গলবার) বিকেলে মহানগর উচ্চ বিদ্যালয়ে আদিবাসী জনগোষ্ঠীর সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন তিনি।

ঈদ পরবর্তী সফরকালে এম.এ মতিন অত্র এলাকার সর্বস্তরের মানুষের সাথে মতবিনিময় করেন, তাদের সুখ-দুঃখের কথা শোনেন এবং প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন। তিনি স্থানীয় নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষের কাছে বিএনপি নেতৃত্বের ঈদ শুভেচ্ছা পৌঁছে দেন।

এম.এ মতিন উপজেলার ১২ নং কাঁশোপাড়া ইউনিয়নের ডাক্তারের মোড় এলাকার বাসিন্দা। তিনি বর্তমানে দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং নির্বাচনী এলাকায় দলের সংগঠনকে শক্তিশালী করতে সক্রিয় ভূমিকা রাখছেন। ঈদ উপলক্ষে তার এ জনসংযোগ সফরকে এলাকার মানুষের মাঝে ইতিবাচক সাড়া ফেলেছে।

Watermark