ভোলা লালমোহন উপজেলা গজারিয়া পশ্চিম বাজার অবৈধভাবে ঘর দখল করা হয়েছে। জানা যায় গজারিয়া পশ্চিম মাথায় ইউনুছ মাতাববরে বাজারে ঘরে হামলা চালায় এক গ্রুপ। তারা ওই ঘরের কোন কিছুই না জোরপূর্বক ঘরে ঢুকে এবং মালামাল লুট করে নিয়ে যাই। আজ থেকে ৩৮ বছর আগে নূর মোহাম্মদ ও জাহাঙ্গীর এর কাছ থেকে জমি ক্রয় করেন ইউনুছ মাতাব্বর। দীর্ঘদিন এই ঘরে বসবাস করে আসছে। অথচ নূর মোহাম্মদের ছেলে কাঞ্চন মাতাব্বর জোর করে ইউনুস মাতাববরে বাজারের ঘর দখল করে এ জমিন ৩৮ বছর কাঞ্চন মাতব্বর বাবা ইউনুছ মাতাব্বর কাছেই বিক্রি করে যান। কাঞ্চন মাতব্বর কোন কাগজপত্র নেই আওয়ামী লীগ সরকারের আমলে ক্ষমতার দাপট দেখিয়ে ইউনুছ মাতাবররে ছেলে দুপুরে হামলা করে। আজ আজ সকাল ১০টা কাঞ্চন মাতবরের চাচাতো ভাই সিরাজ মিরাজ মহিলা সহ ১৫ থেকে ২০ জন ইউনুছ মাতাব্বের বাজারের ঘরে হামলা চালায় হামলা করে।