Header Logo
Author বার্তা বিভাগ - সকালের দেশ এডমিন
তারিখ: ৩ জুন ২০২৫, ০৪:১৩ অপরাহ্ণ

লক্ষ্মীপুরে ভ্রাম্যমান আদালতে অভিযান চালিয়ে ফার্মেসীতে জরিমান

News Image

জেলা প্রশাসক রাজীব কুমার সরকারের নির্দেশ অনুযায়ী  বেশ কয়েকটি ফার্মেসীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযান পরিচালনা  করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মজিবুর রহমান। মঙ্গলবারে দুপুরে সদর হাসপাতাল গেইট সংলগ্ন সালমান ফার্মেসী এবং শাহেনুর মেডিকেল হলে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ফার্মেসীগুলোতে মেয়াদউত্তীর্ণ  ঔষধ,ফিজিশিয়ান স্যাম্পল, মেয়াদউত্তীর্ণ ড্রাগ লাইসেন্স পাওয়া যায়। পরে আইন অনুযায়ী সালমান ফার্মেসীতে ১০ হাজার টাকা এবং শাহেনুর মেডিকেল হলে ৮ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় তাদেরকে সতর্ক করে দেয়া হয়। আরো উপস্থিত ছিলেন জেলা ড্রাগ সুপার ডালিম কুমার দাস এবং এবং পুলিশের সদস্যরা। নির্বাহী ম্যাজিস্ট্রেট মজিবুর রহমান বলেন, জেলা প্রশাসক রাজীব কুমার সরকারের নির্দেশ অনুযায়ী আজকে মোবাইল কোর্ট পরিচালনা করছি। আজকে আমরা সদর হাসপাতালের গেইটের সামনে বেশ কিছু ফার্মেসীতে অভিযান চালিয়েছি। এখানে এসে সালমান ফার্মেসিতে বেশ কিছু মেয়াদউত্তীর্ণ  ঔষধ পাওয়া গিয়েছে যেগুলো দোকানে রাখা উচিত হয়নি। এছাড়াও কিছু পিজিশিয়ান স্যাম্পল ছিল যেগুলো বিক্রি করা আইনত দণ্ডনীয় অপরাধ। এর দায়ে তার ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে  এবং তাদের সবাইকে সতর্ক করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকার কথা ও তিনি বলেন।

Watermark