মৌলভীবাজারের জুড়ীতে গত কয়েকদিনের উজান থেকে নেমে আসা ভারী বৃষ্টিপাতে পাহাড়ী ঢলে মাহবুব হাসান রিয়াদ (১৪) নামের এক মাদ্রাসা ছাত্রের মৃত্যুর খবর পাওয়া গেছে।
সে স্হানীয় জুড়ী জালালীয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসার হিফজ শাখার ছাত্র।
উপজেলা সদর জায়ফরনগর ইউনিয়নের মনতৈল গ্রামের প্রবাসী মোঃ পাখি মিয়ার পুত্র মাহবুব হাসান রিয়াদ আজ সোমবার (২ রা জুন) বিকেলে বাড়ী থেকে পাশ্ববর্তী বাড়ীর আরেক মোঃ পাখি মিয়ার পুত্র সহপাঠী ফাহিম আহমদ(১৬) কে সঙ্গে নিয়ে সাগরনাল ইউনিয়নের বীরগোগালী এলাকার রাণীমুড়া মসজিদের দক্ষিণের রাস্তার উপর দিয়ে পাহাড়ী ঢলে হাটতে গেলে দুইজন একসাথে শ্রোতের পানিতে ভেসে যায়।ফাহিম সাঁতার কাটা জানা থাকায় কোনোরকম বেঁচে যায়। কিন্তু রিয়াদ সাঁতার কাটা না জানা থাকায় পানিতে তলিয়ে গিয়ে মৃত্যুবরণ করে।এলাকার লোকজন খবর পেয়ে পানিতে দীর্ঘক্ষণ খোঁজ করে বিকেল ৫.৩০ টার দিকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ফাহিমের অবস্হা আশংকাজনক অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।