Header Logo
Author বার্তা বিভাগ - সকালের দেশ এডমিন
তারিখ: ২৮ মে ২০২৫, ০৫:৪৫ অপরাহ্ণ

লক্ষ্মীপুরে প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে অবহিতকরণ সেমিনার

News Image

‘বাংলাদেশের প্রাম্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের আওতায় অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ২৮ মে বুধবার সকালে জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে ও বাস্তবায়নে পৌর শহরের করিম টাওয়ারের শহর সমাজ সেবা কার্যালয়ের দক্ষতা উন্নয়ন ও প্রশিক্ষণ মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকার কথা ছিলো জেলা প্রশাসক রাজিব কুমার সরকার। জেলা প্রশাসক রাজিব কুমার সরকারের পক্ষে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন অতিরিক্ত জেলা প্রশাসক জেপি দেওয়ান। সেমিনারে বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন। মুল প্রবন্ধ উপস্থাপন করেছেন সমাজসেবা টিওটি শাহ কায়সার মাহমুদ । জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ পরিচালক স্বপন কুমার হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  চট্টগ্রাম বিভাগের সমাজসেবা অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক হরিশ চন্দ্র বিশ্বাস। কালের বিবর্তনে আজ বাংলাদেশের আদি ও  ঐতিহ্যবাহী পেশাজীবী জনগোষ্ঠীর বিলুপ্তির পথে। বিলুপ্তির পথে থাকা সেই আদিও ঐতিহ্যবাহী পেশাজীবী জনগোষ্ঠীকে আবারো পুনর্জীবিত করতে সমাজসেবার এমন উদ্যেগ প্রশংসনীয়। বাংলাদেশের প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবন উন্নয়নের প্রথম পেইজ প্রকল্প বাস্তবায়ন হয়েছে ২০১৭ সালের জুলাই থেকে ২০২২ সালের ডিসেম্বর পর্যন্ত। দীর্ঘ ৩ বছর বিরতির পর আবারে এই প্রকল্পের দ্বিতীয় পেইজের কাজ বাস্তবায়ন হাতে নিয়েছে সরকার। তবে এবারের প্রকল্পে নির্দিষ্ট কিছু পেশাজীবীকে তালিকাভুক্ত করা হয়েছে। তাদের মধ্যে রয়েছে বাঁশ ও বেত শিল্প, শতরঞ্জি কারিগর, কামার, কাঁসা ও পিতল এবং  কুমারসহ প্রান্তিক পেশাজীবী।সমন্বিত ও টেকসই উন্নয়নই হচ্ছে সমাজসেবা অধিদপ্তরের মূল ভিশন। জেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক মাহবুবুর রহমানের সঞ্চালনায়  আরো উপস্থিত ছিলেন মোহাম্মদ সিভিল সার্জন আবু হাসান শাহীন  জেলা প্রাণী কর্মকর্তা কুমুদ রঞ্জন মিত্র,  ওসি (ডিবি) শাহদাত হোসেন টিটুসহ সাংবাদিক,  প্রান্তিক জনগোষ্ঠীসহ বিভিন্ন পেশাজীবীরা।

Watermark