Header Logo
Author বার্তা বিভাগ - সকালের দেশ এডমিন
তারিখ: ২৬ মে ২০২৫, ০৭:৪৩ অপরাহ্ণ

কক্সবাজারে আসছেন এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের দুইজন বিশেষজ্ঞ চিকিৎসক

News Image

সর্ববৃহৎ হাসপাতাল, এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের দুইজন বিশেষজ্ঞ চিকিৎসক স্বাস্থ্যসেবা দিতে আসছেন আপনার শহর কক্সবাজারে। আগামী ২৯ মে, ২০২৫ বৃহস্পতিবার সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত তারা কক্সবাজার শহরের হাসপাতাল সড়কে অবস্থিত শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে রোগী দেখবেন এবং প্রয়োজনীয় পরামর্শ প্রদান করবেন। এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের এই উদ্যোগের মাধ্যমে কক্সবাজারের মানুষ নিডলস্কোপিক ও লেজার সার্জারির পাশাপাশি ব্রেইন ও স্পাইন সংক্রান্ত জটিল সমস্যার সমাধানে বিশেষজ্ঞ পরামর্শ পাবেন।

এদিন রোগী দেখবেন এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের নিডলস্কোপিক ও লেজার সার্জারি বিশেষজ্ঞ ডাঃ মোঃ সুরমান আলী। তিনি দীর্ঘদিন ধরে ল্যাপারোস্কোপিক সার্জারির ক্ষেত্রে কাজ করে আসছেন এবং দক্ষতার সঙ্গে পরিচালনা করছেন কোলেসিস্টেক্টমি, অ্যাপেনডেক্টমি ও হার্নিয়া সার্জারি। এছাড়াও পাইলস, ফিস্টুলা, ফিসার এবং কোলন ও টিউমার সংক্রান্ত সার্জারিতেও তিনি অভিজ্ঞ। বিশেষভাবে উল্লেখযোগ্য, ক্যান্সার চিকিৎসার ক্ষেত্রে তিনি ব্রেস্ট, পাকস্থলী, গলব্লাডার ও কলোরেক্টাল ক্যান্সারের আধুনিক চিকিৎসা দিয়ে থাকেন।

তার সঙ্গে থাকবেন মাইক্রোস্কোপিক ও এন্ডোস্কোপিক ব্রেইন ও স্পাইন সার্জন ডাঃ মোঃ নাসির উদ্দিন। তিনি ব্রেইন ও স্পাইন সম্পর্কিত জটিল রোগের অত্যাধুনিক চিকিৎসায় বিশেষ পারদর্শী। কক্সবাজারের রোগীদের মাথাব্যথা, কোমর ও ঘাড়ের ব্যথা (বিশেষ করে পিএলআইডি), ব্রেইন স্ট্রোক ও প্যারালাইসিস, ব্রেইন ও মেরুদন্ডের টিউমার এবং আঘাতজনিত ব্রেইন ও স্পাইন সমস্যায় তার অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ।

যেসব রোগীরা উপরিক্ত সমস্যায় ভুগছেন তারা চিকিৎসা বিষয়ক পরামর্শ পাবেন। সিরিয়ালের এর জন্য যোগাযোগ করুন ০১৩২২ ৮৩৯৮৪১ নম্বরে।

Watermark