ভোলা লালমোহন উপজেলায় ৩ দিন ব্যাপী ভূমি মেলা উদ্বোধন করা হয়েছে। আজ রোববার (২৫ মে ) সকাল ১০টায় লালমোহন উপজেলা ভূমি অফিস কার্যালয়ের সামনে উদ্বোধন অনুষ্ঠিত এর আগে প্রশাসনের আয়োজনে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়কে পদক্ষিণ করা হয়। শোভাযাত্রা শেষে বেলুন উড়িয়ে ভুমি মেলার উদ্বোধন করেন লালমোন উপজেলা নির্বাহী অফিসার শাহা আজিজ। এসময়ে আরো উপস্থিত ছিলেন লালমোহন থানার অফিসার ইনচার্জ মোঃ সিরাজুল ইসলাম সহ ভূমি অফিসের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।