Header Logo
Author বার্তা বিভাগ - সকালের দেশ এডমিন
তারিখ: ২৪ মে ২০২৫, ০৮:৪৯ পূর্বাহ্ণ

বগুড়ায় সাবেক এমপি সাহাদারা মান্নানের ভাই আ. লীগ নেতা গ্রেপ্তার

News Image

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একাধিক মামলার এজাহারনামীয় পলাতক আসামি ও সোনাতলা উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক সাবেরী আলম ছোটন (৪২) কে গ্রেপ্তার করেছে বগুড়া জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে শহরের নুরানী মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ছোটন সোনাতলা উপজেলার দীঘিরপাড়া গ্রামের মৃত রফিকুল ইসলাম বুটু মণ্ডল। তিনি শেরপুর-সোনাতলা আসনের সাবেক সংসদ সদস্য সাহাদারা মান্নানের আপন ফুপাতো ভাই। এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান। পুলিশের এই কর্মকর্তা জানান, সাবেরী আলম ছোটনের বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৩টি মামলাসহ মোট ৬টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

Watermark