Header Logo
Author বার্তা বিভাগ - সকালের দেশ এডমিন
তারিখ: ২৩ মে ২০২৫, ০৭:২০ অপরাহ্ণ

পাবনায় জামায়াতে ইসলামীর উদ্যোগে সুধী সমাবেশ

News Image

বাংলাদেশ জামাতে ইসলামীর উদ্যোগে পাবনা পৌরসভার ১৩, ১৪ ও ১৫ নং ওয়ার্ডের যৌথ আয়োজনে একটি সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে লাইব্রেরী বাজার পিটা স্কুলের অডিটোরিয়ামে।সমাবেশে স্থানীয় নেতাকর্মী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাবনা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি এস এম আব্দুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা জেলা সাবেক আইন বিষয়ক সম্পাদক আবিদ হাসান দুলাল, পৌর আমির আব্দুল লতিফ, পৌর সেক্রেটারি অধ্যাপক জাকির হোসাইন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাওলানা শিহাবুল আলম । সঞ্চালনায় ইঞ্জিনিয়ার ফরিদুল হাসান। এছাড়াও বক্তব্য রাখেন পৌর বাইতুল মাল সম্পাদক শিহাবুল আলম, পৌর প্রচার সেক্রেটারি ইঞ্জিনিয়ার ফরিদুল হাসান, ১৩ নং ওয়ার্ড সভাপতি আব্দুল মালেক, ১৪ নং ওয়ার্ড সভাপতি দেলোয়ার হোসেন, এবং ১৫ নং ওয়ার্ডের সহ-সভাপতি মাহবুব।

অনুষ্ঠানে বক্তারা বর্তমান সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে ইসলামী মূল্যবোধের গুরুত্ব তুলে ধরেন এবং জনগণের কল্যাণে ভূমিকা রাখার জন্য সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান এবং আগামি দিনে জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে দেশে সুশাসন প্রতিষ্ঠিত হবে।

সুধী সমাবেশে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও স্থানীয় জামায়াত নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।

Watermark