Header Logo
Author বার্তা বিভাগ - সকালের দেশ এডমিন
তারিখ: ২৩ মে ২০২৫, ০৭:০৯ অপরাহ্ণ

সিংগাইর উপজেলা প্রতিবন্ধী সেবা কেন্দ্রের কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ

News Image

মানিকগঞ্জের সিংগাইর উপজেলা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কর্মকর্তা জোবায়দা গুলশান আরার বিরুদ্ধে নানা অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ পাওয়া গেছে।
এ নিয়ে ওই অফিসের ফিজিওথেরাপি কনসালট্যান্ট মনিরা সুলতানা সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব বরাবর সুনির্দিষ্ট এ লিখিত অভিযোগ দায়ের করেন।
লিখিত অভিযোগ ও প্রতিবন্ধী অফিস স্টাফদের সাথে কথা বলে জানা গেছে, উপজেলা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কর্মকর্তা জুবায়দা গুলশান আরা ঠিকমতো অফিস করেন না। দুপুর ১২ টার দিকে এলেও আবার চারটায় চলে যান। গত ৮ বছর যাবত একই স্টেশনে চাকরির সুবাদে তার স্বেচ্ছাচারিতার মাত্রা দিন দিন বেড়েই চলছে। গত আওয়ামীলীগ সরকারের শাসনামলে আত্মীয় পরিচয়ে সাবেক স্বাস্থ্য মন্ত্রী জাহিদ মালেক স্বপন ও দুর্জয় এমপি’র নাম ভাঙ্গিয়ে ক্ষমতার দাপট দেখিয়ে স্টাফদের সঙ্গে করতেন দুর্ব্যবহার। তিনি অফিস করেন নিজের ইচ্ছেমতো। এছাড়া অফিস স্টাফদের দিয়ে তার ব্যক্তিগত কাজ করানোর পাশাপাশি অফিস প্রধান হওয়ার কারণে ক্ষমতার অপব্যবহার করে অনৈতিক সুবিধা গ্রহণের কথাও অভিযোগে উল্লেখ করা হয়।
অভিযোগকারী ফিজিওথেরাপি কনসালট্যান্ট মনিরা সুলতানা জানান, জুবায়দা গুলশান আরার অনিয়ম- দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করায় পুরোনো দুই রোগীর নাম ব্যবহার করে মন্ত্রণালয় ও হেড অফিসে আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দায়ের করেন তিনি।
ওই অভিযোগের বিষয়ে রোগীরা কিছুই জানেন না। আর আমিও তাদের চিনি না। পরে বিষয়টি প্রমাণিত হয় জুবায়দা গুলশান আরা নিজেই রোগী সেজে আমাকে হয়রানি করতে ওই অভিযোগ করেন। নাম প্রকাশ না করার শর্তে জনৈক স্টাফ বলেন, ম্যাডাম নিয়মিত অফিসে এলেও সময়মতো আসেন না।
উপজেলা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কর্মকর্তা জুবায়দা গুলশান আরা একই স্টেশনে সাড়ে ৭ বছর চাকরিকালীন অনিয়ম ও স্বেচ্ছাচারিতার কথা অস্বীকার করে বলেন, আমি মাতৃত্বকালীন ছুটিতে আছি। অভিযোগটি মনগড়া ও একজন মানুষকে হেয় করার জন্য। ফিজিওথেরাপি কনসালট্যান্ট মনিরা সুলতানার সঙ্গে আমার ব্যক্তিগত কোনো সমস্যা নেই। কর্তৃপক্ষ তদন্ত করলে আমি প্রস্তুত। আওয়ামী শাসনামলে ক্ষমতার দাপট প্রসঙ্গে তিনি বলেন, সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপন নয়, দুর্জয় এমপি আমার আত্মীয়। তাদের নাম কখনো ব্যবহার করা হয়নি।
এ ব্যাপারে সিংগাইর উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুল হাসান সোহাগ বলেন, আমি ঢাকায় ট্রেনিংয়ে আছি। অভিযোগের কপি দেখে কমেন্টস করতে পারব।

Watermark