Header Logo
Author বার্তা বিভাগ - সকালের দেশ এডমিন
তারিখ: ২২ মে ২০২৫, ০৮:৪৬ অপরাহ্ণ

ধুনটে ভলিবল টুর্নামেন্টে পার নাটাবাড়ি চ্যাম্পিয়ন

News Image

বগুড়ার ধুনট পৌর এলাকার পশ্চিম ভরণশাহী যুব সমাজের আয়োজনে ভলিবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৩টায় ধুনট সরকারি নইম উদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
টুর্নামেন্টে হুয়াকুয়া সোনাতলাকে ১২ পয়েন্টে হারিয়ে পার নাটাবাড়ি চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
খেলা শেষে বিজয়ী দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ উপলক্ষে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও পৌর বিএনপির সভাপতি আলিমুদ্দিন হারুন মণ্ডল।
বিএনপি নেতা সোলাইমান আলীর সভাপতিত্বে ও রাসেল মাহমুদের সার্বিক সহযোগিতায় আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আল-আমিন, যুবদল নেতা জাহাঙ্গীর আলম, স্বেচ্ছাসেবক দল নেতা সোহেল রানা এবং ব্যবসায়ী মেহেদী হাসান হৃদয়।
টুর্নামেন্টে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন চ্যাম্পিয়ন দলের হিমাংমু।

Watermark