Header Logo
Author বার্তা বিভাগ - সকালের দেশ এডমিন
তারিখ: ২০ মে ২০২৫, ০১:০১ অপরাহ্ণ

কানের মঞ্চে নজরকাড়া লুকে নাটালি পোর্টম্যান

News Image

হলিউডের জনপ্রিয় অভিনেত্রী নাটালি পোর্টম্যান হাজির হয়েছেন ৭৮তম কান চলচ্চিত্র উৎসবে। তার উপস্থিতিতে যেন লালগালিচা পেয়েছে এক নতুন দীপ্তি! ফ্যাশন সচেতন এই অভিনেত্রীর পরনে ছিল এক নজরকাড়া কালো লেইস গাউন। অ্যালিগেন্স আর আত্মবিশ্বাসের নিখুঁত মিশেল যেন নাটালির প্রতিটি হাঁটায় প্রকাশ পেয়েছে। নাটালি পোর্টম্যান আবারও প্রমাণ করলেন, তিনি শুধুই একজন অভিনেত্রী নন-এক জীবন্ত স্টাইল আইকনও বটে। বলা দরকার, ২০১০ সাল থেকে নাটালি শুভেচ্ছাদূত হিসেবে কানের লালগালিচা মাড়াচ্ছেন ফরাসি ব্র্যান্ড ডিওর-এর হয়ে। এবারও তার পরনে ছিলো ডিওরের পেশাক।

Watermark