Header Logo
Author বার্তা বিভাগ - সকালের দেশ এডমিন
তারিখ: ২০ মে ২০২৫, ১২:৪৩ অপরাহ্ণ

লক্ষ্মীপুরে ৩ দিন ব্যাপী চলছে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা ২০২৫

News Image

লক্ষ্মীপুরে তিন দিন ব্যাপী চলছে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মেলা ২০২৫। মেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিজ্ঞান সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে নানান রকম উদ্ভাবন নিয়ে তাদের স্টল গুলোতে প্রদর্শনী করেছেন। তিন দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় শিক্ষক  শিক্ষার্থী সহ  বিভিন্ন শ্রেণী পেশার মানুষ মেলায় অংশ নেন। এছাড়াও থাকছে কুইজ প্রতিযোগিতা, বিতর্ক প্রতিযোগিতা  এবং বিজ্ঞান অলিম্পিয়াড। শিক্ষার্থীদের মাঝে জ্ঞান বিজ্ঞানের আলো ছড়াতে লক্ষ্মীপুরে জেলা প্রশাসনের উদ্যেগে এমন একটি আয়োজন সত্যি প্রশংসনীয়। এর আগে  সোমবার (১৯মে)  সকালে “জ্ঞান বিজ্ঞানের করবো জয়,সেরা হবে বিশ্বময়” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে জেলা প্রশাসনের আয়োজনে সদর উপজেলা পরিষদ হলরুমে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৫  অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক রাজীব কুমার সরকার। পরে প্রধান অতিথি মেলা প্রাঙ্গণে ফিতা কেটে  আনুষ্ঠানিকভাবে ৩ দিন ব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলার শুভ উদ্বোধন ঘোষণা করেন। এসময় তিনি ঘুরে ঘুরে মেলার প্রত্যেকটি স্টল পরিদর্শন করেন।  অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি সম্রাট খ্রীসার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ আক্তার হোসেন লক্ষীপুর সরকারের মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর খন্দকার ইউসুফ হোসেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদ আলী রানা জেলা শিক্ষা অফিসার গৌতম চন্দ্র মিত্র প্রমূখ।

Watermark