Header Logo
Author বার্তা বিভাগ - সকালের দেশ এডমিন
তারিখ: ১৯ মে ২০২৫, ০৯:৩৬ অপরাহ্ণ

হজের মাসে হৃদয় ছুঁয়ে যাওয়া আহ্বান—আসুন আত্মশুদ্ধির পথে ফিরি

News Image

সিরাজুল ইসলাম স্টাফ রিপোর্টার পাবনা।

পবিত্র জিলহজ মাস চলছে—এটি সেই মাস, যেখানে মুসলমানদের পবিত্রতম ইবাদত হজ পালিত হয়। হজ শুধুমাত্র একটি শারীরিক বা আচারিক ইবাদত নয়; এটি আত্মার পবিত্রতা, ধৈর্য, আত্মত্যাগ ও ইসলামের সাম্য ও ভ্রাতৃত্বের অনন্য নিদর্শন।

এই মাসে লক্ষ লক্ষ মুসলমান বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে সৌদি আরবের পবিত্র ভূমি মক্কা ও মদিনায় সমবেত হন, এক কাতারে দাঁড়িয়ে তারা উচ্চারণ করেন—”লাব্বাইকা আল্লাহুম্মা লাব্বাইক”। এই ধ্বনি প্রতিটি মুসলমানের হৃদয়ে জাগিয়ে তোলে এক আত্মিক আন্দোলন, আহ্বান করে আমাদের সবার আত্মশুদ্ধির।

এই পবিত্র সময়ে আমরা যারা হজে যেতে পারিনি, তারাও যেন নিজেদের জীবনে হজের প্রকৃত শিক্ষা বাস্তবায়ন করি। সততা, ন্যায়পরায়ণতা, ক্ষমাশীলতা এবং মানবসেবায় আত্মনিয়োগ করি।

আসুন, এই হজের মাসে আমাদের ঘর, সমাজ ও দেশকে ভালোবাসা, সহানুভূতি ও ইসলামী মূল্যবোধে আলোকিত করি। দোয়া করি, আল্লাহ যেন আমাদের সবাইকে হজ করার তৌফিক দান করুন এবং যারা হজ পালন করছেন, তাদের হজ কবুল করে নেন। আমিন

Watermark