লক্ষ্মীপুরে এক বৃদ্ধাকে জবাই করে স্বর্ণ গয়না লুট করেছে দুবৃত্তরা। মঙ্গলবার রাত ৮টার দিকে রামগঞ্জ উপজেলার চন্ডিপুর ইউনিয়নের কালুপুর গ্রামে কালুপুর পোলের গোড়া সংলগ্ন এমদাদউল্লাহ কারী সাহেবের বাড়ির তাজিয়া বেগম (৬৫) নামে এক বৃদ্ধাকে জবাই করে হত্যার পর তার স্বর্ণ গয়না লুট করে নিয়ে যায় । এই ঘটনায় এলাকা এবং স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা বলেন বিষয়টি অত্যান্ত দুঃখজনক। তাদের সাথে কারো কোন সত্রুতাও নেই। সামান্য কিছু গয়নার জন্য নৃশংস ভাবে খুন হতে হোলো এই বৃদ্ধ মহিলাকে। নিহতের স্বামী আবদুল মন্নান বলেন, আমি আমার স্ত্রীসহ এক ঘরে থাকি। এশার নামাজের সনয় আমি নামাজ পড়তে যাই। এই সময়ের মধ্যে আমার ঘরে কে বা কারা ঢুকে আমার স্ত্রীকে হত্যা করে তার শরিরে থাকা স্বর্ন গয়না নিয়ে চলে যায়। আমার এবং আমার স্ত্রীর সাথে কারো কোন শত্রুতাও নেই।
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে যাই। প্রাথমিকভাবে মনে হচ্ছে, এটি লুটপাটের উদ্দেশ্যে এই হত্যাকাণ্ড। তিনি বলেন বটি দিয়ে তাকে জবাই করে হত্যা করা হয়েছে। দোষীদের দ্রুত আইনের আওতায় আনতে তদন্ত চলছে।