Header Logo
Author বার্তা বিভাগ - সকালের দেশ এডমিন
তারিখ: ১৩ মে ২০২৫, ০৯:৪১ অপরাহ্ণ

বান্দরবানে অনুষ্ঠিত হতে যাচ্ছে শত বর্ষের ছবি নিয়ে চার দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী শুরু

News Image

নিজ চোখে, নিজ ভূমিতে’ শিরোনামে দৃকের আয়োজনে বান্দরবানে অনুষ্ঠিত হতে যাচ্ছে শত বর্ষের ছবি নিয়ে চার দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী। এতে স্থান পাবে বান্দরবানের কয়েকজন আলোকচিত্রীর তোলা ১৯০৯ সাল থেকে ২০১০ সাল পর্যন্ত দুর্লভ কিছু ছবি।

আজ ১৩ ই মে ঐতিহাসিক রাজার মাঠে বিকাল চারটায় প্রদর্শনীটি দৃকের প্রতিষ্ঠাতা, আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী ড. শহিদুল আলম উদ্বোধন করবেন বলে জানিয়েছেন আয়োজকরা।

সোমবার দৃকের দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশের আলোকচিত্রের বিস্মৃত ইতিহাস নিয়ে ২০১৭ সালে ‘দৃক পিকচার লাইব্রেরি’ একটি গবেষণার উদ্যোগ নেয়। তার ধারাবাহিকতায় বান্দরবানের আলোকচিত্রের ইতিহাস তুলে ধরার লক্ষ্যে প্রদর্শনীর প্রস্তুতি সম্পন্ন করেছে দৃক।

‘আলোকচিত্র শিল্প ও ক্যামেরা প্রযুক্তির সাথে আদিবাসী জনগোষ্ঠীর সম্পর্ক নিয়ে মৌখিক ইতিহাস সংগ্রহ করেছে গবেষক দল। এই গবেষণায় সংগৃহীত আলোকচিত্র, ইতিহাস ও গল্প নিয়ে মঙ্গলবার ১৩মে থেকে ১৬ মে পর্যন্ত চারদিন ব্যাপী একটি প্রদর্শনীর আয়োজন করা হয়েছে’।’

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, প্রদর্শনীতে জেলার ৮জন আদিবাসী আলোকচিত্রীর কাজ স্থান পেয়েছে। তারা হলেন মংঙোয়ে প্রু, বুদ্ধজ্যোতি চাকমা, চ থুই প্রু মারমা, নু শৈ প্রু, চিন্ময় মুরং, চিংশোয়েপ্রু (বাচিং), মং শৈ ম্রাই ও মংবোওয়াচিং মারমা। প্রদর্শনীতে দৃকের পরিচালক, নৃবিজ্ঞানী ও লেখক রেহনুমা আহমেদও উপস্থিত থাকবেন”।

উদ্বোধনের পরদিন ১৪মে থেকে প্রত্যেক দিন সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত আলোকচিত্র প্রদর্শনীটি সবার জন্য উন্মুক্ত থাকবে বলে জানান আয়োজক।

Watermark