Header Logo
Author বার্তা বিভাগ - সকালের দেশ এডমিন
তারিখ: ১১ মে ২০২৫, ০৮:০৫ অপরাহ্ণ

সিঙ্গাইরে হত্যা মামলা আসামি গ্রেফতারের দাবিতে সড়ক অবরোধ

News Image

মানিকগঞ্জের সিঙ্গাইরে আজগর আলী হত্যা মামলার মূল আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ করেছেন এলাকাবাসী। রোববার(১১ মে) সকালে মানিকগঞ্জ-হেমায়েতপুর আঞ্চলিক মহাসড়কের জয়মন্টপ বাসস্ট্যান্ড এলাকায় ঘন্টাব্যাপি এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় মানিকগঞ্জ-হেমায়েতপুর আঞ্চলিক মহাসড়কে বিশাল যানজটের সৃষ্টি হয়। পরে সিঙ্গাইরে থানা পুলিশ দ্রুত সময়ের মধ্যে আজগর আলী হত্যা মামলার মূল আসামিদের গ্রেপ্তারের আশ্বাস দিলে বিক্ষুব্ধ জনতা সড়ক থেকে সড়ে দাঁড়ান। পরে যান চলাচল স্বাভাবিক হয়।জানাগেছে, সিঙ্গাইর উপজেলার রায়দক্ষিন এলাকায় তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে উত্ত্যক্ত করায় থানায় অভিযোগ করেন স্বজনেরা। এতে ক্ষিপ্ত হয়ে গত ২৯ এপ্রিল ওই ছাত্রীর নানা আজগর আলীকে কুপিয়ে হত্যার করা অভিযোগ উঠে প্রতিবেশি মো. আল-আমিনের (৪২) ও তাঁর সহযোগী সফি শিকদারের বিরুদ্ধে। নিহত আজগর আলী (৬০) রায়দক্ষিণ গ্রামের প্রয়াত আবদুর রশিদ খানের ছেলে। তিনি এলাকায় একটি চায়ের দোকান করতেন। অভিযুক্ত আল-আমিন একই এলাকার প্রয়াত কালু প্রামাণিকের ছেলে। এঘটনায় নিহতের ছেলে আয়ূব খান বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন। থানা পুলিশ হত্যার সাথে জড়িত থাকার অভিযোগে মীর হোসেন,মানিক, রাকিবুল হাসান পিন্টু ও আসলাম হোসেন নামে ৪ জনকে গ্রেফতার করেন। তবে হত্যাকান্ডের ১২ দিনেও এখন পর্যন্ত এজাহারভুক্ত মূল আসামিদের গ্রেফতার করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী।

Watermark