Header Logo
Author বার্তা বিভাগ - সকালের দেশ এডমিন
তারিখ: ৮ মে ২০২৫, ০৪:১০ অপরাহ্ণ

মহাস্থানগড়ে শেষ বৈশাখের মিলন মেলায় সাধু-সন্ন্যাসীদের আগমন, কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

News Image

বগুড়ার প্রাচীন ও ঐতিহাসিক মহাস্থান গড়ে প্রতি বছর বৈশাখ মাসের শেষ বৃহস্পতিবার অনুষ্ঠিত হয় সাধু-সন্নাসীদের এক বিশেষ মিলনমেলা। এই আয়োজনে জড়ো হন দেশের নানা প্রান্ত থেকে আসা জটাধারী সন্ন্যাসী, সাধু-সন্ন্যাসিনী ও পথের ফকিররা। হাজারো সাধারণ ধর্মপ্রাণ মানুষও এদিন মাজার জিয়ারত করতে ছুটে আসেন। এরই ধারাবাহিকতায় এবারও আজ বৃহস্পতিবার (৮মে) অনুষ্ঠিত হচ্ছে ঐতিহ্যবাহী বৈশাখী মেলা ও মাজার ওরস।
প্রতি বছর এখানে গাঁজা সেবনসহ নানা ধরনের অনৈতিক কার্যক্রম চলতো মাজার এলাকাসহ এর আশে পাশে এলাকায়। কিন্তু এবার প্রশাসনের পক্ষ থেকে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
যে কোন মূল্যে মাজার এলাকাকে সব ধরণের অনৈতিক কার্যকলাপ হতে দেওয়া হবে না। এ ব্যাপারে প্রশাসন কঠোর ব্যবস্থা নিয়েছে। মাদকসহ অনৈতিক কার্যকলাপ ঠেকাতে প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয়েছে তিনস্তরের নিরাপত্তা ব্যবস্থা।
প্রতি বছরের মত এবারও আবহাওয়া অনুকুলে থাকলে জমজমাট উৎসব উদযাপন করা হবে বলে স্থানীয়দের আশা । মহান অলি হযরত শাহ্ সুলতান মাহমুদ বলখী (র:) ইতিহাসকে স্মরণ করে প্রতি বছর বৈশাখ মাসের শেষ বৃহস্পিবার এখানে বিনা প্রচারনায়, বিনা দাওয়াতে একদিন এক রাতের জন্য বিশাল মিলন মেলায় পরিপূর্ণ হয়ে ওঠে। হযরত শাহসুলতান ও পশুরামের ইতিহাসকে ঘিরে প্রতি বৎসর বৈশাখ মাসের শেষ বৃহস্পতিবার এই উৎসব উদ্যাপিত হয়ে থাকে।
ইতিমধ্যে ফকির সন্ন্যাসীরা মহাস্থান গড়ে আগমন শুরু করেছে। প্রতি বছর মেলার দিনটিতে এখানে লাখো মানুষের ঢল নামে । তবে বৃষ্টি ও বৈরী আবহাওয়া থাকলে লোক সমাগম কম হবে বলে স্থানীয়রা মনে করেন। গত বছর আবহাওয়া মোটমুটি ভালো থাকায় লোক সমাগম এবং ব্যবসা দুটোই ভালো হয়েছে। এবারও ব্যবসা ভালো হবে যদি আবহাওয়া অনুকুলে থাকে আর এ কারনে ব্যবসায়ীদের মধ্যে আশার সাথে এবার উৎকন্ঠা বিরাজ করছে। বাউল ফকির দরবেশ আর সন্ন্যাসীরা সারাদিন-রাত মারুফতি জারী সারি গানে মগ্ন থাকবে। অন্যদিকে মুসল্লিরা সারারাত জেগে ইবাদত বন্দেগি করবেন।
অনুষ্ঠান সুষ্ট ও শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠানের লক্ষে আয়োজক কমিটির পক্ষ থেকে সব ধরনের ব্যাবস্থা নেওয়া হয়েছে। উপজেলা নির্বাহি অফিসার জ্য়িাউর রহমান ও শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: শাহীনুজ্জামান সার্বক্ষণিক তদারকি করছেন।

Watermark