ময়মনসিংহ জেলা শ্রমিকদলের উদ্যোগে আন্তর্জাতিক মহান মে দিবস ও শ্রমিকদলের ৪৬ তম প্রতিষ্টাবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। ‘দুনিয়ার মজদুর এক হও, শ্রমিক ঐক্য জিন্দাবাদ ‘ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিবসটি পালন করে সংগঠনটি।
বৃহস্পতিবার (১লা মে) সকাল ১০ টায় শ্রমিকদের নিয়ে ময়মনসিংহ টাউন হল হতে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি ময়মনসিংহ নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ময়মনসিংহ কৃষ্ণচূড়া চত্বরে এসে শেষ হয়। পরে ময়মনসিংহ স্টেশন কৃষ্ণচূড়া চত্বর মঞ্চে আলোচনা সভায় মিলিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব, সৈয়দ এমরান সালেহ প্রিন্স।যুগ্ন মহাসচিব বিএনপি জাতীয় নির্বাহী কমিটি।
শ্রমিকদল এর সভাপতি জনাব, আবু সাঈদ এর সভাপতিত্বে শ্রমিকদলের সাধারণ সম্পাদক জনাব মফিদুল ইসলাম মোহন এর সঞ্চালনায়
প্রধান বক্তা হিসাবে জনাব আবু ওয়াহাব আকন্দ
সহ-সাংগঠনিক সম্পাদক
(ময়মনসিংহ বিভাগ)বিএনপি নির্বাহী কমিটি, বক্তব্য রাখেন।
উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জনাব জাকির হোসেন বাবলু, আহবায়ক ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি।
প্রধান আলোচক হিসাবে জনাব আবু ওয়াহাব আকন্দ বক্তব্য রাখেন। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জনাব আলমগীর মাহমুদ আলম যুগ্ন আহ্বায়ক ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি।
বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ গণমানুষের নেতা জনাব,রোকনুজ্জামান সরকার রোকন
সদস্য সচিব
ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি। এ সময় আরো বক্তব্য রাখেন ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সাধারণ সম্পাদক এডভোকেট দিদারুল হক রাজু প্রমুখ।
এ সময় শ্রমিক নেতারা দৃঢ় কণ্ঠে বলেন, শ্রমিকদের অধিকার আদায়ে আমরা সর্বদাই সোচ্চার রয়েছি। শ্রমিকদের দাবীসসমূহ পূরণ না হলে আগামীতে কর্মবিরতি সহ কঠোর কর্মসূচি পালন করা হবে।
এসময় শ্রমিকরা এক হয়ে সমৃদ্ধশালী সমাজ বিনির্মাণের শপথ নেন
আলোচনা সভা শেষে শ্রমিকদলের বিভিন্ন নেতৃবৃন্দ ও ময়মনসিংহের জনগণ খেটে খাওয়া শ্রমিকবৃন্দ উপস্থিত ছিলেন।